Advertisement
Advertisement
Pakistan

‘ভিক্ষা করব না’, হজে যেতে গেলে দিতেই হবে মুচলেকা! সৌদির চাপে নিয়ম পাকিস্তানে

পাকিস্তান যেন মক্কায় ভিখারি না পাঠায়, কড়া চিঠি সৌদি আরবের।

Saudi Arabia mandates affidavit from Pakistani pilgrims to prevent begging
Published by: Biswadip Dey
  • Posted:November 23, 2024 7:11 pm
  • Updated:November 23, 2024 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার হাজার পাকিস্তানি ভিখারিতে ভরে যাচ্ছে সৌদি আরব। হজযাত্রার নামে আরবে ঢুকছে এই সব ভিখারির দল। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সৌদি। এবার হজের আগে ইসলামাবাদকে কড়া নোটিস পাঠিয়েছে তারা। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, পাকিস্তান যেন মক্কায় কোনও ভিখারি না পাঠায়।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই নোটিসকে হালকা ভাবে নিচ্ছে না পাকিস্তান। কেননা সৌদি আরব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, যদি এর পরও একই পরিস্থিতি থাকে তাহলে দুই দেশের সম্পর্কের অবনতি দেখা দিতে পারে। আর তাই হজযাত্রার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রক। যার মধ্যে অন্যতম, মক্কা যাওয়ার আগে মুচলেকা দিতে হবে, মক্কায় গিয়ে ভিক্ষা না করার। পাক প্রশাসনের তরফে সৌদিকে বলা হয়েছে, ইতিমধ্যেই ৪ হাজার ৩০০ ভিখারিকে এক্সিট কন্ট্রোল লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এব্যাপারে তারা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

এর পাশাপাশি অন্য নিয়মের কথাও জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে দল বেঁধে হজযাত্রা সংক্রান্ত নির্দেশিকা। পরিষ্কার করে দেওয়া হয়েছে একমাত্র দল বেঁধে যাঁরা যাবেন তাঁদেরই অনুমতি দেওয়া হবে। পাশাপাশি যে ট্র্যাভেল এজেন্সিগুলি হজে তীর্থযাত্রীদের নিয়ে যায়, তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে সকলের থেকে মুচলেকা নেওয়ার কথা।

বলে রাখা ভালো, হজে ভিখারি সমস্যা রুখতে চলতি বছরের মে মাসে ফতোয়া জারি করেছিল সৌদি আরব। যেখানে বলা হয় অনুমোদন ছাড়া তাঁদের দেশে হজে আসতে দেওয়া হবে না। বেআইনিভাবে যদি কেউ আসেন তাহলে তাঁকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ২২ হাজার টাকা। এবং বেআইনিভাবে কেউ প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাঁকে দেশে ফিরিয়ে দেওয়া হবে। এর পর গত সেপ্টেম্বরে তীর্থযাত্রীর নামে ভিখারি পাঠানোর এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার কথা বলে কড়া চিঠিও পাঠানো হয় পাকিস্তানকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement