Advertisement
Advertisement

হত্যার অপরাধে সৌদি রাজপুত্রের শিরশ্ছেদ

সৌদি আরবে এই দৃশ্য বিরল৷

Saudi Arabia executes member of royal family
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 6:23 pm
  • Updated:January 27, 2020 7:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব ঠাকুরের আপন দেশে, আইন-কানুন সর্বনেশে! সুকুমার রায়ের সেই কবিতার শিব ঠাকুরের দেশের চেয়েও বেশি কড়া সৌদি মুলুক৷

এমনিতেই সৌদি আরবে যে কোনও অপরাধের জন্য বেশ কড়া শাস্তি বরাদ্দ! কিন্তু তা বলে একেবারে রাজপরিবারের সদস্যকে কোতল? হ্যাঁ! খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌদি যুবরাজ প্রিন্স টুকরি বিন আল-কবিরকে মৃত্যুদণ্ড দেওয়া হল৷ সৌদি সংবাদ সংস্থা সূত্রে খবর, গোষ্ঠী সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল সৌদি পরিবারের যুবরাজের৷ মৃত ব্যক্তি একজন সৌদি নাগরিক ছিলেন৷

Advertisement

সূত্রের খবর, গত মঙ্গলবার সেই মামলায় সৌদি যুবরাজের শিরশ্ছেদের নির্দেশ দেয় সে দেশের সুপ্রিম কোর্ট৷ সেই নির্দেশে সম্মতি জানায় রাজ পরিবার৷ সৌদি আরবে এই দৃশ্য বিরল৷ শেষবার সে দেশে ১৯৭৫ সালে প্রিন্স ফয়জল বিন মুসেইদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তৎকালীন রাজা ফয়জলকে হত্যার অপরাধে৷

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, “আল্লাহর দেখানো পথে দেশের শান্তি-শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট রাখতে সরকার বদ্ধপরিকর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement