সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানফ্রান্সিসকোয় (San Francisco) টুইটারের সদর দপ্তরের ‘X’ লোগোটি সরিয়ে দিল প্রশাসন। জানা গিয়েছে, ওই বাড়ি থেকে ২৪টি অভিযোগ জমা পড়ে টুইটারের (Twitter) নয়া লোগোর বিরুদ্ধে। তীব্র আলোয় অসুবিধা হওয়ার পাশাপাশি নিরাপত্তাজনিত অভিযোগও ওঠে। শেষ পর্যন্ত আলোয় ঝলমল করা X লোগোটি সরিয়ে দেওয়া হয়। গত শুক্রবারই বিল্ডিংয়ের ছাদে বসানো হয়েছিল টুইটারের নতুন লোগোটি। তবে লোগো সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি টুইটারের তরফে।
বেশ কয়েকদিন আগেই নীল পাখির বদলে টুইটারের নতুন লোগো উন্মোচন করেন মাইক্রো ব্লগিং সংস্থার প্রধান এলন মাস্ক। সেই সঙ্গেই তিনি ঘোষণা করেন, লোগো বদলে গেলেও সংস্থার সদর দপ্তর সান ফ্রান্সিসকোতেই থাকবে। টুইটারের সদর দপ্তরেই সংস্থার নতুন লোগো বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। আলোয় সাজিয়ে তোলা X লোগোটি বসানো হয় বিল্ডিংয়ের ছাদে।
প্রবল আলো ঝলমলে লোগোটি বসানোর পরেই নানা আপত্তি ওঠে। বিল্ডিংয়ের আশেপাশের বাসিন্দাদের একাংশের মতে, রাতের বেলা প্রবল আলোর কারণে সমস্যায় পড়ছেন তাঁরা। এছাড়াও অন্যদের মতে, যেভাবে বিরাটাকায় X লোগোটি বিল্ডিংয়ের উপর বসানো হয়েছে তা খুবই বিপজ্জনক। যেকোনও সময়ে লোগোটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনেকে প্রশ্ন তোলেন, লোগো বসানোর জন্য সঠিক অনুমতি নেই টুইটার কর্তাদের কাছে। সবমিলিয়ে লোগোটি বসানোর মাত্র দু’দিনের মধ্যেই ২৪টি অভিযোগ জমা পড়ে প্রশাসনের কাছে।
সোমবার শহরের বিল্ডিং ইনস্পেকশন বিভাগের আধিকারিক প্যাট্রিক হান্নান জানান, ” গোটা উইকেন্ড জুড়ে আমাদের দপ্তরে একাধিক অভিযোগ জমা পড়েছে। টুইটারের লোগোর অবস্থান খতিয়ে দেখার আবেদন করেন অনেকেই। আজ সকালেই এলাকা পরিদর্শন করার পর টুইটারের লোগোটি সরিয়ে নিয়েছেন আধিকারিকরা।” তবে লোগো সরিয়ে নেওয়ার প্রসঙ্গে এখনও মুখে কুলুপ এঁটেছেন টুইটার আধিকারিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.