Advertisement
Advertisement

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের মুখে স্যামসং কর্তা

দুর্নীতির দায়ে হাতকড়া পড়তে পারেন স্যামসংয়ের কর্তা ।

Samsung boss may face prison over corruption charges
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 17, 2017 7:38 pm
  • Updated:January 17, 2017 7:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির দায়ে হাতকড়া পড়তে পারেন বিশ্বের প্রথমসারির মোবাইল ফোন নির্মাতা সংস্থা, স্যামসংয়ের কর্তা লি জে ইয়ং। সম্প্রতি, দক্ষিণ কোরিয়ায় চলা প্রবল দুর্নীতিবিরোধী অভিযানে তাঁর নাম উঠে আসে। শুধু তাই নয়, ওই দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধেও উঠে এসেছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। তদন্তকারীরা জানিয়েছেন, স্যামসংয়ের ভাইস-চেয়ারম্যান লি তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। তাঁর বিরুদ্ধে সে দেশের রাষ্ট্রপতিকেও ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছেন তদন্তকারীরা। যদিও এ দাবি নস্যাৎ করেছে সংস্থাটি। জানিয়েছে, অনৈতিক বা বেআইনি কোনও কাজে সংস্থা জড়িত নয়।

ভারতীয় সেনাবাহিনীর উপর মোবাইল অ্যাপসের মাধ্যমে নজরদারি পাকিস্তানের

দেশ জুড়ে চলা দুর্নীতিবিরোধী অভিযানে এখনও পর্যন্ত লি-সহ নাম জড়িয়েছে স্যামসংয়ের আরও তিন শীর্ষ অধিকারীর। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদ দুর্নীতির দায়ে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে সাসপেন্ড করেছে। সোমবার এই মামলায় লি-র গ্রেপ্তারি পরোয়ানা চায় বিশেষ আইনজীবীদের একটি দল। তাঁরা জানান, এর পর তদন্তের স্বার্থে রাষ্ট্রপতির গ্রেপ্তারির পরোয়ানাও চাওয়া হতে পারে। স্যামসংয়ের বানানো মোবাইল ফোনের ব্যাটারিতে পর পর বিস্ফোরণ হওয়ায় শিরোনামে উঠে আসে সংস্থাটি। এবার লি-র উপর দুর্নীতির অভিযোগে ফাঁপড়ে এই মোবাইল নির্মাতা কোম্পানিটি।

Advertisement

এবার আঙুল ছোঁয়ালেই চার্জ হবে মোবাইল

আঁধারে হাসপাতাল, মোবাইলের আলোয় জন্ম হল শিশুর

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement