Advertisement
Advertisement
Salman Rushdie

‘উদ্ভট সব স্বপ্ন দেখছিলাম’, ছুরি হামলার ‘ট্রমা’ নিয়ে মুখ খুললেন রুশদি

আঘাতের ফলে একটি চোখ হারাতে হয়েছে রুশদিকে।

Salman Rushdie speaks of
Published by: Biswadip Dey
  • Posted:July 13, 2023 6:44 pm
  • Updated:July 13, 2023 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের আগস্টে ছুরিকাহত হয়েছিলেন সলমন রুশদি (Salman Rushdie)। প্রায় ১ বছর পর সেই হামলার কথা বলতে গিয়ে ‘দ্য স্যাটানিক ভার্সেস’, ‘মিডনাইট’স চিলড্রেন’-এর লেখক জানালেন ওই ঘটনা তাঁর উপরে কেমন ‘ট্রমা’র সৃষ্টি করেছিল। তাঁর কথায়, ”আমার একজন অত্যন্ত ভাল থেরাপিস্ট রয়েছে। ওঁকে প্রচুর খাটতে হয়েছে। আমি উদ্ভট সব স্বপ্ন দেখতে শুরু করেছিলাম।”

প্রসঙ্গত, গত বছর নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। আলোচনা হওয়ার কথা ছিল আগামী বছর প্রকাশ্যে আসতে চলা রুশদির উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’ নিয়ে। কিন্তু সে সব অধরাই থেকে যায়৷ মঞ্চে আসতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি। এই অতর্কিত আক্রমণে স্তম্ভিত হয়ে যান সকলেই। অত্যন্ত দ্রুততার সঙ্গে রুশদিকে উপর্যুপরি ছুরির আঘাত করে ওই ব্যক্তি। তাঁকে কিল-চড়ও মারে হামলাকারী। এদিকে, সংবিৎ ফিরে পেয়েই হামলাকারীকে ধরে ফেলেন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। রুশদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতের ফলে একটি চোখ হারাতে হয়েছে রুশদিকে।

Advertisement

[আরও পড়ুন: দেশের বাজারে বাড়ছে দাম, চাল রপ্তানি নিষিদ্ধ করার পথে কেন্দ্র!]

হামলার শারীরিক ও মানসিক আঘাত তিনি সামলে উঠেছেন বলে জানিয়েছেন রুশদি। বলেছেন, ”মানুষের শরীরের আশ্চর্য ক্ষমতা রয়েছে সুস্থ হয়ে ওঠার। আমি সৌভাগ্যবান যে আমিও সেই পথে চলেছি।” পাশাপাশি তাঁর হামলা নিয়ে যে মামলা চলছে তাতে যাবেন কিনা তা নিয়ে যে তাঁর দ্বিধা রয়েছে সেকথাও জানিয়েছেন বর্ষীয়ান সাহিত্যিক।

[আরও পড়ুন: পঞ্চায়েতে ৫১ শতাংশের মানুষের সমর্থন তৃণমূলে, দ্বিতীয় স্থানে বিজেপিকে টক্কর বাম-কংগ্রেস জোটের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement