Advertisement
Advertisement

Breaking News

চিনে মহিলাকে নগ্ন করে হিরের প্রদর্শন

যে গহনা নারীর ভূষণ, নারীকে নগ্ন করেই সেই গহনা বিক্রির ঘটনায় তীব্র ক্ষোভ দেখা গিয়েছে বিশ্ব জুড়ে৷

Saleswoman is forced to strip down to sell diamonds in China
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 6:50 pm
  • Updated:September 27, 2016 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীর সম্মান, নিরাপত্তা নিয়ে যখন সারা পৃথিবীতে বিশেষ আলাপ-আলোচনা তথা সচেতনতা প্রসারের প্রয়াস, তখন চিনে দেখা গেল উল্টো ছবি৷ হিরে বিক্রি করতে এক মহিলাকে নগ্ন করা হল সে দেশে৷

সম্প্রতি চিনের এক গহনা দোকানের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ধারে-ভারে বেশ নামী এই সংস্থাটি৷ ভিডিওয় দেখা যাচ্ছে, এক সেলসউওম্যান উর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় দাঁড়িয়ে আছেন কাউন্টারে৷ তাঁর স্তনবৃন্তে আটকানো আছে হিরের গহনার স্টিকার৷ কাউন্টারে উপস্থিত সকলেই তাঁকে দেখছেন৷ দৃশ্যতই অস্বস্তিতে ওই মহিলা৷

Advertisement

হিরে প্রদর্শনের এই বিকৃত রীতি নিয়ে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ নারীশরীরকে বিজ্ঞাপনে পণ্য করে তুলেছে কর্পোরেট দুনিয়া, এ নিয়ে আলাপ আলোচনা সারা দুনিয়ায় কম হয় না৷ কিন্তু চিনে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা প্রায় নজিরবিহীন৷ যে গহনা নারীর ভূষণ, নারীকে নগ্ন করেই সেই গহনা বিক্রির ঘটনায় তীব্র ক্ষোভ দেখা গিয়েছে বিশ্ব জুড়ে৷

জানা যাচ্ছে, এই প্রথমবার নয় এর আগেও এরকম পদ্ধতি অবলম্বন করেছে সংস্থাটি৷ এক আউটলেটের উদ্বোধনের সময় বডি পেন্টিংয়ের অছিলায় নারীকে নগ্ন করা হয়েছিল৷ সেটিও ছিল তাদের প্রচারের অঙ্গ৷ কোনও ইঙ্গিত, ইশারা নয়, সরাসরি নারী শরীরকে মূলধন করেই বিশ্বের প্রচারের আলো কেড়ে নেওয়া সংস্থাটির রেওয়াজ৷ ইতিমধ্যেই সংস্থার মালিকের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে বিশ্ববাসী৷ কিন্তু চিনা প্রশাসন এখনও কোনও ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement