Advertisement
Advertisement
Stan Swamy

সমাজকর্মী স্ট্যান স্বামীর মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রসংঘের

পর্যাপ্ত প্রমাণ না থাকা সত্বেও ধৃত ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি রাষ্ট্রসংঘের।  

Published by: Monishankar Choudhury
  • Posted:July 6, 2021 9:28 pm
  • Updated:July 6, 2021 9:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজকর্মী স্ট্যান স্বামীর (Stan Swamy) মৃত্যুতে শোকপ্রকাশ করল রাষ্ট্রসংঘ। মঙ্গলবার এক বিবৃতি জারি করে রাষ্ট্রসংঘ জানায়, মতপ্রকাশের জন্য কাউকে আটক করা উচিত নয়। করোনা আবহে প্রত্যেক রাষ্ট্রের উচিত পর্যাপ্ত প্রমাণ না থাকা সত্বেও ধৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া।  

[আরও পড়ুন: আসছে তালিবান! আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে চলেছে ভারত]

আদালতের নির্দেশ অনুযায়ী গত ২৮ মে থেকেই মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি ছিলেন আদিবাসীদের অধিকার রক্ষায় নিয়োজিত স্বামী। গত সপ্তাহ থেকেই সমাজকর্মীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছিল। তাঁর আইনজীবী জানান, রবিবার রাতে তাঁর অবস্থা আরও খারাপ হয়। আর সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার পরই শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বামী।

এলগার পরিষদ মামলায় (Elgar Parishad Case) গ্রেপ্তার হয়েছিলেন স্ট্যান-সহ একাধিক সমাজকর্মী। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) অভিযোগ করেছিল, ভীমা কোরেগাঁওয়ে জাতপাতের ভিত্তিতে হিংসা ছড়ানোর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন স্ট্যান এবং অন্য অভিযুক্তরা। পাশাপাশি মাওবাদীদের হয়ে কাজ করা সংগঠনের সদস্য হওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এছাড়া, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুণেতে আয়োজিত একটি কনক্লেভে প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার কারণে পরের দিন ভীমা কোরেগাওঁয়ে হিংসা ছড়িয়ে পড়েছিল বলেও দাবি করা হয়।

[আরও পড়ুন: আমেরিকায় ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ২৮টি মৃতদেহ, এখনও নিখোঁজ শতাধিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement