Advertisement
Advertisement

Breaking News

গাজা-ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে উদ্বেগ, জয়শংকরের সঙ্গে ফোনে কথা প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর

প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীকে কী আশ্বাস দিলেন জয়শংকর?

S Jaishankar speaks to Prime Minister of Palestine | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 10, 2023 1:45 pm
  • Updated:December 10, 2023 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের (Palestine) প্রধানমন্ত্রী মহম্মদ সাতায়েহর সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সেখানেই বিদেশমন্ত্রী সাফ জানিয়ে দেন, প্যালেস্টাইন প্রসঙ্গে ভারতের দীর্ঘদিনের অবস্থানই এখনও বজায় রেখেছে নয়াদিল্লি। উল্লেখ্য, বরাবরই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষপাতী ভারত। ইজরায়েল-হামাস সংঘর্ষ চলাকালীনও রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারতের প্রতিনিধি বলেছিলেন, ‘আমরা চাই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাক প্যালেস্টাইন।’

এহেন পরিস্থিতিতেই শনিবার প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জয়শংকর। এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের কথা জানান তিনি। টুইট করে বিদেশমন্ত্রী বলেন, “আজ বিকেলে মহম্মদ সাতায়েহর সঙ্গে কথা হয়েছে। গাজা (Gaza) ও ওয়েস্ট ব্যাঙ্কের (West Bank) পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। প্যালেস্টাইন প্রসঙ্গে ভারতের দীর্ঘদিনের অবস্থানও তাঁর কাছে স্পষ্ট করা হয়েছে। আগামী দিনেও যোগাযোগ থাকবে দুই পক্ষে।”

Advertisement

[আরও পড়ুন: সমাজমাধ্যমের জন্যই বাড়ছে মেরুকরণ, অসহিষ্ণুতা! উদ্বেগ প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের]

উল্লেখ্য, দুই মন্ত্রীর এই কথোপকথনের আগের দিনই লোকসভায় উঠে এসেছিল গাজার প্রসঙ্গ। সেখানে জয়শংকর বলেছিলেন, হামাস-ইজরায়েল (Israel) সংঘর্ষের জেরে ক্রমশই নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। তা নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তাও দেন তিনি। অন্যদিকে, ইজরায়েলের উপর হামাসের হামলার নিন্দাও করেছে ভারত।

বলে রাখা ভালো, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী লড়াই নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভয়াবহ এই সংঘাত নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। সেই সময়ও ইজরায়েল-প্যালেস্টাইন প্রসঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন মোদি। সাফ জানিয়েছিলেন, প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে দীর্ঘদিনের অবস্থান থেকে মোটেও সরে আসেনি ভারত।

[আরও পড়ুন: কিশোরী পরিচারিকাকে নগ্ন করে অশ্লীল ভিডিও, নৃশংস নির্যাতন গুরুগ্রামে! তুঙ্গে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement