ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী কার্যকলাপ কোনও মতেই বরদাস্ত করা হবে না। তবে প্যালেস্টাইনের (Palestine) মানুষের সমস্যারও সমাধান করতে হবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যা মেটানোর চেষ্টা করতে পারে দুই দেশ। হামাস-ইজরায়েলের (Israel) রক্তক্ষয়ী সংঘর্ষ প্রসঙ্গে এই কথা বললেন এস জয়শংকর (S Jaishankar)। প্রসঙ্গত, বরাবরই স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে সওয়াল করেছে ভারত। তবে হামাসের হামলার নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের বিদেশমন্ত্রী বলেন, “গত ৭ অক্টোবর থেকে যেসমস্ত ঘটনা ঘটে চলেছে সেটা সন্ত্রাসবাদী কার্যকলাপ। সকলেই আশা করছেন যে গোটা পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাক। তবে সন্ত্রাসবাদ একেবারেই বরদাস্ত করা হবে না। কিন্তু প্যালেস্টাইন নিয়েও সমস্যা রয়েছে। সেখানকার মানুষের সমস্যা দূর করা প্রয়োজন।” প্রসঙ্গত একাধিক বিশেষজ্ঞদের মত, প্যালেস্টাইনের নাগরিকদের প্রতি ‘অবিচারের’ ফলশ্রুতি হামাসের এই হামলা।
জয়শংকরের মতে, “আমরা চাই দুই দেশ মিলেই সমাধানের পথ খুঁজুক। একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানো যেতে পারে। সংঘর্ষ বা সন্ত্রাসবাদ দিয়ে কোনও সমস্যার সমাধান হতে পারে না। তবে বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।” হামাসের হামলার তীব্র নিন্দা করে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্যালেস্টাইনের দুর্গতদের জন্য ত্রাণ পাঠিয়েছে ভারত।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে হামলা শুরু করে হামাস জঙ্গিরা। পণবন্দি করা হয় ২০০ জনেরও বেশি ইজরায়েলিকে। পালটা দিয়ে হামাসকে নিঃশেষ করার ডাক দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইতিমধ্যেই গাজার (Gaza) ভূখণ্ডে ঢুকে অভিযান শুরু করেছে ইজরায়েলের সেনা। গাজায় মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.