সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদানে (Sudan) আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। বৃহস্পতিবার এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের (Antonio Guterres) সঙ্গে বৈঠকও করেন তিনি। দরকার পড়লে রাষ্ট্রসংঘের সহায়তায় করিডর গঠন করে ভারতীয়দের উদ্ধার করা হতে পারে বলেও জানিয়েছেন জয়শংকর। সুদানে আটকে পড়া ভারতীয়দের তাঁর পরামর্শ, প্রাণ বাঁচাতে অযথা ঝুঁকি নেবেন না। সুদান পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবারই বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে উত্তাল হয়ে রয়েছে সুদান। অগ্নিগর্ভ রাজধানী খার্তুমের বিস্তীর্ণ অঞ্চল। খার্তুমেই রয়েছে সুদানের ভারতীয় দূতাবাস। কিন্তু সংঘর্ষের মধ্যে পড়ে দূতাবাসে যাতায়াত করতে পারছেন না কর্মীরা। এমনকি সাহায্য চাইতেও দূতাবাসে যেতে পারছেন না সুদানে থাকা ভারতীয়রা। বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অশান্ত পরিস্থিতির মধ্যে কেউ যেন বাড়ি থেকে না বেরন।
বৃহস্পতিবার ভারতীয় বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠকের পরেই বিশেষ বার্তা দেন জয়শংকর। তিনি বলেন, “সুদানে আটকে পড়া ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিদেশমন্ত্রকের আধিকারিকরা। এহেন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা খুবই কঠিন। তা সত্ত্বেও সকলকে অনুরোধ জানানো হচ্ছে, কেউ যেন অযথা ঝুঁকি না নেন। আশা করছি সকলের প্রচেষ্টায় খুব দ্রুত এই সমস্যার সমাধান হতে পারবে।”
এই বার্তা দেওয়ার খানিক পরেই রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন জয়শংকর। মূলত সুদান প্রসঙ্গেই আলোচনা হয়েছে বলে জানান তিনি। বৈঠকের পরে জয়শংকর বলেন, “সুদানে সংঘর্ষবিরতির চেষ্টা করছে রাষ্ট্রসংঘ। কারণ যুদ্ধবিরতি না হলে বিশেষ করিডর গঠন করা যাবে না। করিডর ছাড়া সেদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা অসম্ভব। যেহেতু সুদানে অনেক ভারতীয় বসবাস করেন, তাই গোটা বিষয়টির দিকে কড়া নজর রাখছে ভারত। কীভাবে যুদ্ধ থামিয়ে মানুষকে উদ্ধার করা যেতে পারে, প্রয়োজন পড়লে সেই বিষয়ে রাষ্ট্রসংঘের সাহায্য নেওয়া যেতে পারে।” প্রসঙ্গত, গৃহযুদ্ধের সুদানে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক ভারতীয়র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.