Advertisement
Advertisement

Breaking News

টার্গেটে রয়েছে বায়ুসেনা ঘাঁটি! এস-৪০০ মিসাইল আতঙ্কে ভুগছে পাকিস্তান

ভারতের অস্ত্রাগারে এই মিসাইলের আগমন কেবল সময়ের অপেক্ষা৷

S-400 air defence system: China and Pakistan focused on India's deal with Russia
Published by: Tanujit Das
  • Posted:October 4, 2018 8:01 pm
  • Updated:October 4, 2018 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ আস্তিনে করে নিয়ে এসেছেন অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ও এম-১৭ সেনাকপ্টার৷ ভূমি থেকে আকাশে হামলা করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রই আশঙ্কায় রেখেছে আমেরিকাকে৷ কেবল আমেরিকারই নয়, রুশ প্রেসিডেন্টের ভারত সফরের দিকে তাকিয়ে রয়েছে পড়শি দুই দেশ পাকিস্তান ও চিনও৷

[প্রকৃতি নিয়ন্ত্রণ তত্ত্বে নোবেল জয়, রসায়নে সম্মান তিন বিজ্ঞানীকে]

Advertisement

মার্কিন নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই মস্কোর কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে নয়াদিল্লি৷ পাশাপাশি, এই ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে চলে আসছে চিন ও পাকিস্তানের অনেকটা অংশ৷ ফলে একবার ভারতের হাতে এই ক্ষেপণাস্ত্র চলে এলে তাঁদের পক্ষে ভারতের সঙ্গে এঁটে ওঠা কষ্টকর বলেই ভারত-রাশিয়ার মধ্যে হতে চলা এই চুক্তি চিন্তায় রেখেছে রাওয়ালপিণ্ডি ও বেজিংকে৷ সূত্রের খবর, এই মিসাইলের পাল্লার মধ্যে রয়েছে পাক বায়ুসেনার প্রধান ঘাঁটি এবং চিনের অনেক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর৷ ফলে ভারতের হাতে একবার এই মিসাইল চলে এলে নয়াদিল্লির সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল হয়ে বলে ভালই বুঝতে পারছে বেজিং ও রাওয়ালপিণ্ডি৷

[গির্জার নির্দেশে সমকামীদের উপর অকথ্য অত্যাচার চলে এই দেশে]

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাজারে কার্যত একচ্ছত্র আধিপত্য স্থাপন করেছে আমেরিকা৷ ওয়াশিংটনের আশঙ্কা, ৪০ হাজার কোটি টাকার বিনিময়ে ভারত ও রাশিয়ার মধ্যে একবার এই চুক্তি চূড়ান্ত হয়ে গেলে, ভারতের মতো বড় সামরিক বাজার হাত ছাড়া হবে তাঁদের৷ সেই আতঙ্ক থেকেই রুশ প্রেসিডেন্টের ভারত সফরের আগেই বুধবার নাম না করে নয়াদিল্লির উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট৷ তাঁদের মুখপাত্র বলেন, ”সমস্ত বন্ধু রাষ্ট্রকে আমরা অনুরোধ করছি রাশিয়ার সঙ্গে কোনও প্রকারের সামরিক চুক্তি স্বাক্ষর না করতে৷ তা না হলে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে তাদের৷” উল্লেখ্য, গত মাসেই রাশিয়ার থেকে সুখোই যুদ্ধবিমান ক্রয় করেছে বেজিং৷ তারপরেই তাঁদের উপরে নেমে এসেছে মার্কিন নিষেধাজ্ঞার খাঁড়া৷ চিনা সেনার উপরে সিএএটিএসএ বা Countering America’s Adversaries Through Sanctions Act প্রয়োগ করেছে ওয়াশিংটন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement