Advertisement
Advertisement

Breaking News

Belarus

বিমান ‘হাইজ্যাক’ কাণ্ডে একঘরে বেলারুশ, পুতিনের কাছে দরবার লুকাশেঙ্কোর

মিনস্কের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

Russia's Putin And Belarus' President To Meet After Plane Diversion Incident | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:May 28, 2021 2:08 pm
  • Updated:May 28, 2021 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রীবাহী বিমান ‘হাইজ্যাক’ মামলায় আন্তর্জাতিক মঞ্চে একঘরে বেলারুশ (Belarus)। মিনস্কের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা (USA)। এহেন পরিস্থিতে ‘বন্ধু’ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

[আরও পড়ুন: মার্কিন গোয়েন্দা সংস্থার ‘কালো ইতিহাস’ নিয়ে আমেরিকাকে তোপ চিনের]

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাশিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন লুকাশেঙ্কো। কৃষ্ণসাগরের ধারে রুশ শহর সোচিতে বৈঠক করবেন দুই রাষ্ট্রপ্রধান। বলে রাখা ভাল, বরাবরই বেলারুশের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ইউরোপের দেশগুলির সঙ্গে মিনস্কের সংঘাত যত বৃদ্ধি পেয়েছে ততই লুকাশেঙ্কোকে মদত জুগিয়েছেন পুতিন। ফলে বিমান ‘হাইজ্যাক’ কাণ্ডেও যে মস্কোর দ্বারস্থ হবেন বেলারুশের প্রেসিডেন্ট তা জানাই ছিল। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা আর্থিক নিষেধাজ্ঞা বলবৎ করলে চাপ বাড়বে বেলারুশের উপর। এছাড়া, বলপূর্বক যাত্রীবাহী বিমান অবতরণের ঘটনায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে রাষ্ট্রসংঘের সংস্থা ‘International Civil Aviation Organization’। ফলে গোটা পরিস্থিতির মোকাবিলায় পুতিনের সঙ্গে আলোচনা করতে চলেছেন লুকাশেঙ্কো।

Advertisement

উল্লেখ্য, গত রবিবার সমাজকর্মী তথা সরকার বিরোধী সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে গ্রেপ্তার করতে লিথুয়ানিয়ার উদ্দেশে পাড়ি দেওয়া ‘রায়ানএয়ার’-এর একটি বিমানের গতিপথ ঘুরিয়ে রাজধানী মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ (Belarus)। দেশটির সরকারি সংবাদমাধ্যম দাবি করে, বোমাতঙ্কের কারণে উড়োজাহাজটির গতিপথ ঘুরিয়ে সেটিকে জরুরি অবতরণ করানো হয়। যদিও তল্লাশি শেষে কোনও বোমা তাতে পাওয়া যায়নি। প্রায় পাঁচ ঘণ্টা পর বিমানটিকে গন্তব্যের উদ্দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর থেকেই ইউরোপ ও আমেরিকা-সহ আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে তাঁর পাশে দাঁড়িয়েছে রাশিয়া।পূর্ব ইউরোপের দেশটির বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় চতুর্থবার ক্ষমতায় বাশার আল আসাদ, নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা বিরোধীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement