Advertisement
Advertisement
Putin Corona positive

সফরসঙ্গীর শরীরে হানা নতুন করোনা ভাইরাসের, নিভৃতবাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বাতিল রাশিয়ার প্রেসিডেন্টের তাজিকিস্তান সফর।

According to reports by the reuters, Vladimir Putin is in self-quarantine
Published by: Monishankar Choudhury
  • Posted:September 14, 2021 3:37 pm
  • Updated:September 14, 2021 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফরসঙ্গীর শরীরে হানা নতুন করোনা ভাইরাসের। নিভৃতবাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) । মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রেমলিন।

[আরও পড়ুন: Taliban Terror: ‘আমরা কাফেরদের হত্যা করি’, কুৎসিত চেহারা প্রকাশ করে হুঙ্কার তালিবানের]

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রুশ ‘আয়রন ম্যান’ ভ্লাদিমির পুতিনের কনভয়ের এক আধিকারিকের শরীরে করোনার একটি নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। ফলে সতর্কতামুলক পদক্ষেপ হিসেবে নিভৃতবাসে চলে গিয়েছেন ৬৮ বছরের রুশ প্রেসিডেন্ট। এই ঘটনার জেরে চলতি সপ্তাহে তাজিকিস্তান সফর বাতিল করেছেন তিনি। বলে রাখা ভাল, ১৭ সেপ্টেম্বর তাজিকিস্তানে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক হতে চলেছে। এই বৈঠকে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারচুয়ালি তাতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মনে করা হচ্ছে, এই বৈঠকেই তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিতে পারে মোদি সরকার। এহেন গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল পুতিনের।

Advertisement

ক্রেমলিন সূত্রে খবর, তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমনের সঙ্গে ফোন কথা বলেছেন পুতিন। আইসোলেশনে যাওয়ার দরুন তাঁর তাজিকিস্তান সফর বাতিল হওয়ার বিষয়টি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। উল্লেখ্য, আগেই দেশে তৈরি Sputnik V ভ্যাকসিনের দু’টি ডোজই নিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে সম্প্রতি, করোনা ভাইরাসের একাধিক স্ট্রেন দেখা দেওয়ায় প্রতিষেধকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, দুটি ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত, বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা করেছিল রাশিয়াই। নানা বিতর্কের মাঝেও পুতিন বলেছিলেন, রাশিয়ার তৈরি ‘‌স্পুটনিক ফাইভ’‌ মানুষের শরীরে নিরাপদ ও সুরক্ষিত। টিকার প্রথম ডোজ তাঁর মেয়েকে দেওয়া হয়েছে। কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তারপর দ্রুত দেশে টিকাকরণ অভিযান চালাচ্ছে মস্কো। শীধু তাই নয় ‘বন্ধু’ ভারতকেও স্পুটনিক টিকার জোগান দেয় রাশিয়া।

[আরও পড়ুন: ৯/১১-র স্মৃতিতে আঘাত! টুইন টাওয়ার হামলায় নিহতদের জন্য তৈরি সৌধে লেখা হল ‘তালিবান’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement