Advertisement
Advertisement

এক বোতল ভদকার জন্য শিশুকন্যাকে বিক্রি করল মা!

নামমাত্র অর্থ ও এক বোতল ভদকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিল মা৷

Russian woman sells 10-yr-old daughter to ‘rapist’ for Rs 104 and bottle of vodka

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 6:52 pm
  • Updated:September 9, 2016 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামমাত্র অর্থ ও এক বোতল ভদকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিল মা৷ তাও আবার এক ধর্ষকের কাছে৷ কোনও গল্প বা উপন্যাসের প্রেক্ষাপট নয়, বাস্তবে ঘটল এমন ঘটনা৷ মাত্র ১০৪ টাকা এবং ভদকার লোভে ধর্ষকের কাছে নিজের ১০ বছরের মেয়েকে বিক্রি করে দিল রাশিয়ার খাবারস্ক অঞ্চলের এক মহিলা৷

জানা গিয়েছে, ১০০ রুবল (ভারতীয় মুদ্রায় ১০৪ টাকা) এবং ভদকার লোভে এই কাণ্ড ঘটায় সে৷ ২৩ বছরের ধর্ষক শিশুটিকে পেয়ে নৃশংসভাবে ধর্ষণ করে৷ শুধু তাই নয়, জানা গিয়েছে, শিশুটিকে যখন ধর্ষণ করা হচ্ছিল, তখন শিশুটির মা সামনে থেকে গোটা বিষয়টি দেখেছে৷

Advertisement

এরপর এক পথচারী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হলে ধর্ষণের প্রমাণ মেলে৷ বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে রয়েছে শিশুটি৷ এই ঘটনার পরে সেই মহিলা শিশুটিকে হাসপাতালে দেখতে আসলেও, আতঙ্কগ্রস্ত ছোট্ট মেয়েটি মা’র সঙ্গে দেখা করতে অস্বীকার করে৷

ধর্ষককে পুলিশ গ্রেফতার করলে, সে জেরায় জানায় শিশুটির মা’কে রীতিমতো টাকা দিয়েছে সে৷ আর সেই জন্য শিশুটির সঙ্গে যা ইচ্ছে করার অধিকার রাখে সে৷ অন্যদিকে, গ্রেফতারের ঘটনা জানতে পেরেই চম্পট দেয় শিশুটির মা৷ পুলিশের হাত থেকে বাঁচতে নিজের গ্রামে পালিয়ে গিয়েছে সে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement