Advertisement
Advertisement
Russia-Ukraine War

স্ট্যালিনের পর পুতিন! রুশ হামলায় ধ্বংস ইউক্রেনের ঐতিহাসিক ক্যাথিড্রাল

পালটা মারের হুমকি জেলেনস্কির।

Russian strike damaged Orthodox cathedral in Ukraine। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 24, 2023 3:34 pm
  • Updated:July 24, 2023 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম আঘাত হেনেছিলেন জোসেফ স্ট্যালিন। সেই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ইউক্রেনের ওডেসার বিখ্যাত অর্থোডক্স ক্যাথিড্রাল। এবার ফের পুতিন বাহিনীর আক্রমণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হল ওডেসার ট্রান্সফিগারেশন ক্যাথিড্রাল। এই ঘটনায় জখম হয়েছেন ২২জন। মৃত্যু হয়েছে একজনের। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

প্রসঙ্গত, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসায় অবস্থিত ঐতিহাসিক এই ট্রান্সফিগারেশন ক্যাথিড্রাল। ১৯৩৬ সালে বলশেভিক বিপ্লবের সময় স্ট্যালিনের হামলায় ধ্বংস হয়ে যায় ধর্মস্থানটি। ফের পুনর্নির্মাণ করা হয় এই অর্থোডক্স ক্যাথিড্রাল। এবার আরও একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হল ইউনেস্কোর হেরিটেজ তকমা প্রাপ্ত এই ঐতিহাসিক স্থানটি।

Advertisement

জানা গিয়েছে, রবিবার দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসায় মিসাইল হামলা চালায় রুশ ফৌজ। বিস্ফোরণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থোডক্স ক্যাথিড্রালটি। এই ঘটনায় ২২জন আহত হয়েছেন। যার মধ্যে চার শিশুও রয়েছে।  একজনের মৃত্যুর খবর মিলেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রুশ আক্রমণে গোটা শহরটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

[আরও পড়ুন: লাভ বাড়াতে অতিরিক্ত যাত্রী তোলাই কাল! ইন্দোনেশিয়ার নৌকাডুবিতে মৃত অন্তত ১৫]

এই বিষয়ে ইউক্রেনের সেনা জানিয়েছে, ” রাশিয়ার এই হামলায় শহরের একাধিক ঘরবাড়ি, যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার প্রভাব পড়েছে যান চলাচলেও। এর ফলে একাধিক রাস্তায় পরিবহণের পথ পরিবর্তন করা হতে পারে।” রুশ আগ্রাসানের বিরুদ্ধে পালটা হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর হুমকি, “এই হামলার কড়া জবাব দেওয়া হবে। রাশিয়া পরিকল্পনা করে শান্তিপূর্ণ শহর, ক্যাথিড্রাল ও জনবসতিপূর্ণ এলাকায় আক্রমণ করছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ যারা মানুষকে সাহায্য করছেন। আমরা আবার শান্তি ফিরিয়ে আনবো। রাশিয়া এর যোগ্য জবাব পাবে।” তবে ক্যাথিড্রালে হামলার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। 

উল্লেখ্য, যত দিন যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঝাঁজ তত বাড়ছে। আক্রমণ পালটা আক্রমণের ধারা অব্যাহত। গত সপ্তাহেই কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছিল রাশিয়া। ধ্বংস হয়েছিল ৬০ হাজার টন খাদ্যশস্য এবং গুদাম। অন্যদিকে, ‘কাউন্টার অফেন্সিভ’ বা পালটা আক্রমণে ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করে বিতর্কে জড়িয়েছে ইউক্রেন। 

[আরও পড়ুন: ইতিহাস গড়ে মার্কিন নৌবাহিনীর প্রধান পদে এক মহিলা, কে এই লিসা ফ্রানচেত্তি?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement