সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শামিল উত্তর কোরিয়াও। সম্প্রতি শোনা যাচ্ছে, রুশ ফৌজের শক্তি বাড়াতে সেনা পাঠাচ্ছে কিমের দেশ! ইতিমধ্যে পূর্ব রাশিয়ায় পৌঁছে গিয়েছে ৩ হাজার সৈন্য। কিন্তু উত্তর কোরিয়ার সেনার এই অন্তর্ভুক্তি কি ভালো ভাবে নিচ্ছে রুশ সেনা? গুঞ্জন অন্যরকম। শোনা গিয়েছে, যেভাবে পিয়ং ইয়ং ফৌজ আধিপত্য বিস্তার করতে চাইছে, তা নাপসন্দ রুশ সৈন্যদের।
একটি অডিও ক্লিপ (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) ভাইরাল রয়েছে যেখানে রুশ সৈন্যদের উত্তর কোরিয়ার সেনাদের সম্পর্কে গালাগালি দিতে শোনা যাচ্ছে। এমনকী ‘চিনা’ বলে তোপও দাগছেন তাঁরা। গত ২৩ অক্টোবর রাশিয়ার ট্রান্সমিশন চ্যানেল থেকে ফাঁস হয়েছে বলে দাবি ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দাদের।
গত বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ায় গিয়েছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। বৈঠক করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তখনই যুদ্ধের ময়দানে মস্কোকে নিঃশর্তভাবে সবরকম সাহায্যের আশ্বাস দেন কিম। সেই থেকেই জল্পনা, ইউক্রেন যুদ্ধ আবহে দুদেশের মধ্যে অস্ত্র চুক্তি হয়েছে। আর এবার ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে সেনাও পাঠাল উত্তর কোরিয়া।
প্রতি তিরিশ জন উত্তর কোরিয়ার সেনার মধ্যে তিনজন সিনিয়র আধিকারিক ও একজন দোভাষী রাখা হয়েছে। যা নিয়ে তীব্র আপত্তি রুশ সৈন্যদের। একজনকে বলতে শোনা যাচ্ছে, ”আমি তো বুঝতে পারছি না ৩০ জনের মধ্যে ৩ জন সিনিয়রকে কেন রাখা হয়েছে। আমরা এদের নিয়ে কী করব? এদের আমরা সরিয়ে দিতে চাই।” প্রসঙ্গত, উত্তর কোরিয়ার তরফে রাশিয়াকে বহু আধুনিক অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছে। যা ব্যবহারের ক্ষেত্রেও পিয়ং ইয়ংয়ের সেনাই তাদের সাহায্য করতে পারে। কিন্তু এতদসত্ত্বেও এতজন ‘ভিনদেশি’র অন্তর্ভুক্তি মোটেই ভালো ভাবে নিচ্ছে না রাশিয়ার সেনাবাহিনীর একটা অংশ! অন্তত ভাইরাল অডিও ক্লিপ তারই সাক্ষ্য দিচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.