সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কনভয়ের এক আধিকারিকের শরীরে ধরা পড়েছিল করোনা সংক্রমণ। আর তাই নিভৃতবাসে যেতে হয়েছিল রুশ (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin)। তাজিকিস্তানে এক নিরাপত্তা বৈঠক বাতিল করে রাতারাতি লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। অবশেষে প্রকাশ্যে পুতিন। তাঁর দেখা মিলল সাইবেরিয়ায়। ক্রেমলিনের তরফে প্রকাশিত ২০টি ছবিতে দেখা গেল রুশ প্রেসিডেন্টের সাম্প্রতিক দিন গুজরানের মুহূর্তগুলি।
এর মধ্যে অন্যতম হাঁটুজল নদীর মধ্যে পুতিনের দাঁড়িয়ে থাকার ছবি। মাথায় রয়েছে টুপি। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে মাছ ধরতে কিংবা রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে আলাপচারিতা সারতে। এভাবেই ছুটি কাটাতে দেখা গিয়েছে ৬৮ বছরের রাষ্ট্রনেতাকে।
গত মাসের মাঝামাঝি সময়ে রুশ ‘আয়রন ম্যান’ ভ্লাদিমির পুতিনের কনভয়ের এক আধিকারিকের শরীরে করোনার একটি নতুন স্ট্রেন পাওয়া গিয়েছিল। তারপরই সতর্কতামুলক পদক্ষেপ হিসেবে নিভৃতবাসে চলে গিয়েছিলেন তিনি।
বরাবরই ‘মাচো’ ভাবমূর্তি পুতিনের। খালি গায়ে সানগ্লাস পরে ঘোড়ার পিঠে বসে কিংবা রাইফেল হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। বছর তিনেক আগে শীতকালের তুষার ঘেরা কনকনে সাইবেরিয়ার হিমশীতল জলাধারে সাঁতার কাটতে দেখা গিয়েছিল রুশ প্রেসিডেন্টকে। এবার নিভৃতাবাসেও জলে জঙ্গলে প্রকৃতির বুকে ঘুরে বেড়ালেন তিনি।
প্রসঙ্গত, বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা করেছিল রাশিয়াই। নানা বিতর্কের মাঝেও পুতিন বলেছিলেন, রাশিয়ার তৈরি ‘স্পুটনিক ফাইভ’ মানুষের শরীরে নিরাপদ ও সুরক্ষিত। টিকার প্রথম ডোজ তাঁর মেয়েকে দেওয়া হয়েছে। কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পরে তিনি নিজেও স্পুটনিক ভি টিকার দু’টি ডোজই নিয়ে নেন। কিন্তু সফরসঙ্গীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পরে ঝুঁকি না নিয়ে নিভৃতাবাসে চলে যান পুতিন। ক্রেমলিনের তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন রুশ প্রেসিডেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.