Advertisement
Advertisement

আবার বিয়ে করছেন পুতিন! গুঞ্জন আন্তর্জাতিক মহলে

পাত্রী কে জানেন?

 Russian President Vladimir Putin may marry again?
Published by: Tanujit Das
  • Posted:December 21, 2018 9:28 pm
  • Updated:December 21, 2018 9:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এজ ইজ জাস্ট এ নম্বর’! মনেপ্রাণে এই প্রবাদে বিশ্বাস করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ তাই তো দ্বিতীয়বার যে কাজটা করতে একাধিকবার ভাবেন অন্যরা, সেই কাজটি আবারও করতে চলেছেন তিনি৷ ৬৬ বছর বয়সে আবারও বিয়ে করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট৷ সম্প্রতি সাংবাদিকদের সামনে নিজের মুখে নাকি একথা স্বীকারও করেছেন রাশিয়ার সর্বময় কর্তা৷

[ট্রাম্পের সঙ্গে সংঘাত, ইস্তফা দিলেন ‘ম্যাড ডগ’ ম্যাটিস]

Advertisement

প্রত্যেক বছরের শেষেই দেশের প্রখ্যাত সংবাদদিকদের সঙ্গে ঘরোয়া আড্ডায় বসেন রুশ প্রেসিডেন্ট৷ যেখানে রাশিয়ার অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়৷ অনেকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি৷ সূত্রের খবর, বৃহস্পতিবারও তেমনই একটা ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্টের দপ্তরের তরফ থেকে। সেখানেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় বিভোর হয়ে যান রুশ প্রেসিডেন্ট৷ দ্বিতীয়বার বিয়ের বিষয়টি সকলের সামনে বলে ফেলেন৷ আগেও একবার বিয়ে হয়েছিল রুশ প্রসিডেন্টের৷ কিন্তু সেই বিয়ে টেকেনি৷ জানা গিয়েছে, বিবাহ বিচ্ছিন্ন পুতিনকে দ্বিতীয়বার বিয়ের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ সেখানেই নাকি ইতিবাচক উত্তর দেন তিনি৷ রুশ নিয়ম-নীতি অনুযায়ী, বিয়ে করে একজন পুরুষ ও মহিলা সংসার করবেন এটাই প্রচলিত রীতি। সেখানে, সমকামিতা নিষিদ্ধ৷ রুশ প্রেসিডেন্টও দেশের প্রচলিত রীতিতেই বিশ্বাসী৷

[অসুস্থ খুদেদের ‘জাদু কি ঝাপ্পি’ দিলেন সান্তা ওবামা]

১৯৮৩-তে ল্যুদমিলা পুতিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুশ প্রেসিডেন্ট৷ তাঁদের দুই কন্যা হয়৷ কিন্তু ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইম লাইটের বাইরে রাখেন রুশ প্রেসিডেন্ট৷ ২০১৪-তে পুতিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় পুতিনের৷ কিন্তু এই বিচ্ছেদের বিষয়েও গোপনীয়তা বজায় রাখেন তিনি। সূত্রের খবর, ল্যুদমিলার সঙ্গে বিয়ে ভাঙার পর আলিনা কাবায়েভা নামের এক জিমন্যাস্টের সঙ্গে নাম জড়ায় পুতিনের এবং সম্ভবত তাঁর সঙ্গেই নাকি বিয়ে করছেন রুশ প্রেসিডেন্ট৷ যদিও শুরু থেকেই সমস্ত কথা অস্বীকার করে এসেছেন পুতিন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠলেই এড়িয়ে গিয়েছেন তিনি। তবে এবার খোদ রুশ প্রেসিডেন্টের মুখে বিয়ের কথা শুনে অবাক আন্তর্জাতিক মহলও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement