Advertisement
Advertisement

চাপানউতোর মিটিয়ে করমর্দন করবেন পুতিন-কিম, কবে জানেন?

ঐতিহাসিক বৈঠক ঘিরে চড়ছে উত্তেজনা৷

Russian President Vladimir Putin is ready to meet with North Korean leader Kim Jong Un
Published by: Tanujit Das
  • Posted:August 15, 2018 8:37 pm
  • Updated:August 15, 2018 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরত্ব মিটিয়ে বৈঠকে বসেছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন৷ পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে পিছনে ফেলে কিমের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার, আরও একটি ঐতিহাসিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বিশ্ব৷ জল্পনা, এবার বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন৷ আসন্ন সেপ্টেম্বরেই করমর্দন করতে দেখা যেতে পারে তাঁদের৷ ইতিমধ্যেই কিমের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট৷

[রাষ্ট্রসংঘের চরম সতর্কতা, ভারতে নাশকতা চালাতে বদ্ধপরিকর আল-কায়দা]

Advertisement

সেপ্টেম্বরে রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে অনুষ্ঠিত হতে চলেছে অর্থনৈতিক আলোচনা সভা৷ জানা গিয়েছে, সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কিমকে৷ আমন্ত্রণপত্র গিয়েছে খোদ রুশ প্রেসিডেন্টের দপ্তর থেকে ৷ চিঠিতে কিমকে উদ্দেশ্য করে পুতিন লিখেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাৎ করতে প্রস্তুত তিনি৷ বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে দৃঢ় করতে বদ্ধপরিকর রাশিয়া৷ যদিও দিনক্ষণ নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি বলে খবর৷ কেবল উত্তর কোরিয়াই নয়, আমন্ত্রিতের তালিকায় স্থান পেয়েছেন  দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ই-কেও৷

সম্প্রতি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-গিয়ে কিমের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ৷ সফরকালেই কিমের হাতে পুতিনের বার্তা তুলে দেন তিনি৷ এছাড়া মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণে যে ভাবে কাজ করছে উত্তর কোরিয়া, তারও প্রশংসা করেন ল্যাভরভ। ঘোষণা করেন, উত্তর কোরিয়াকে সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রাশিয়া৷

[ফের ভারতীয় ভূখণ্ডে থাবা ড্রাগনের, লাদাখে ঘাঁটি গাড়ল লালফৌজ]

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দশকের শত্রুতা ভেঙে এক মঞ্চে এসেছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন৷ যুযুধান দু’পক্ষ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উনকেও বৈঠক করতে দেখা গিয়েছে৷ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ভেস্তে দিয়ে, করমর্দন করেছেন তাঁরা৷  পরমাণু অস্ত্রের ব্যবহার বন্ধে লক্ষ্যনীয় সিদ্ধান্ত নিয়েছেন৷ এবার কিমের মুখোমুখি হওয়ার পালা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের৷ যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশ্বে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ৷ পরিস্থিতির উপরে  নজর রাখছে আমেরিকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement