সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-চিনের সম্পর্কে টানাপোড়েন নিয়ে এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। বললেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানই যথেষ্ট দ্বায়িত্ববান। ওঁরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেবেন। তবে এই আলোচনায় তৃতীয় শক্তির হস্তক্ষেপ করা উচিৎ নয় মত রাশিয়ার প্রেসিডেন্টের (Russian President)।
ঠিক কী বললেন পুতিন? এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট বললেন, “ভারত ও চিনের (India China Border Tension) মধ্যে বেশকিছু সমস্যা আছে। তবে প্রতিবেশী দেশগুলির মধ্যে সমস্যা থাকতেই পারে। আমি ভারত ও চিনের প্রধানদের আচরণ সম্পর্কে ওয়াকিবহাল। তাঁর দুজনেই যথেষ্ট দায়িত্ববান। একে অপরকে যথেষ্ট সম্মান করেন তাঁরা। তাই যত সমস্যাই থাকুক দুজনের মধ্যে তাঁরাই এর সমাধান সূত্র বের করে ফেলবেন।” ভারত-চিনের সমস্যার মধ্যে তৃতীয় শক্তির হস্তক্ষেপ নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন পুতিন। তাঁর কথায়, “ভারত-চিনের মধ্যে যাতে তৃতীয় কোনও শক্তি হস্তক্ষেপ না করে সেটার দিকের নজর রাখাও খুব গুরুত্বপূর্ণ।”
বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে সমঝোতার নেপথ্যে রয়েছে মস্কোর হাত। বিশ্লেষকদের মতে, ভারত ও চিনের মধ্যে সংঘাত এড়াতে বদ্ধপরিকর রাশিয়া। পর্দার আড়ালে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে পুতিন প্রশাসনের। বেজিং ও নয়াদিল্লি উভয়ের উপরই যথেষ্ট প্রভাব রয়েছে মস্কোর। ক্রেমলিনের আশঙ্কা, পূর্ব লাদাখে চিনের সঙ্গে সংঘাতের ফলে আমেরিকার আরও কাছে চলে গিয়েছে ভারত। তাই নয়াদিল্লির উপর মার্কিন প্রভাব খর্ব করতে মধ্যস্থতায় নেমেছিল রাশিয়া। তবে সেটাই কখনও প্রকাশ্যে আসেনি। বরং বিষয়টা দ্বিপাক্ষিক বলে এড়িয়ে গিয়েছেন পুতিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.