Advertisement
Advertisement

Breaking News

Russia-Ukraine War

রুশ ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গেল ইউক্রেনের প্রশাসনিক ভবন, ভিডিও দেখে শিউরে উঠছে দুনিয়া

টুইটারে ভিডিওটি শেয়ার করেছে ইউক্রেনের বিদেশ মন্ত্রক।

Russian Blows Up a Government Building In Ukraine
Published by: Kishore Ghosh
  • Posted:March 1, 2022 5:37 pm
  • Updated:March 1, 2022 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল বেলারুশে (Belarus) টানা ৫ ঘণ্টা শান্তি বৈঠক হয় ইউক্রেন (Ukraine) ও রাশিয়ার (Russia) প্রতিনিধিদের। যদিও সমাধান সূত্র মেলেনি। তবে দু’পক্ষই দ্বিতীয় দফা আলোচনায় রাজি হয়েছে। এদিকে বৈঠক শেষ হতেই ফের ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভ ও খারকভে আছড়ে পড়ছে একের পর এক রুশ মিসাইল। এমনকী মঙ্গলবার ভয়ানক ‘ভ্যাকিউম বম্ব’ ব্যবহার করার অভিযোগ উঠেছে পুতিনের (Vladimir Putin) দেশের বিরুদ্ধে। তেমনই আরও এক ভয়ংকর রুশ হানার ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। ওই ভিডিওতে দেখা গিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র হানার গুঁড়িয়ে যাচ্ছে ইউক্রেনের একটি প্রশাসনিক ভবন।

ইউক্রেনে যুদ্ধের কারণে আমেরিকা-সহ বিভিন্ন রাষ্ট্র রাশিয়ার উপরে বিবিধ নিষেধাজ্ঞা জারি করেছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া। ক্রীড়াক্ষেত্রেও তারা একঘরে। এক্ষেত্রে উলটো নীতি নিতে দেখা যাচ্ছে মস্কোকে। রুশ বয়কট যত বাড়ছে তত বেশি আগ্রাসী হচ্ছে তারা। বর্তমানে কিয়েভ এবং খারকভের মতো বড় শহরগুলির আবাসিক এবং প্রশাসনিক ভবনগুলিতেও হামলা চালাচ্ছে রুশ সেনা। এদিন যে ভয়ংকর ক্ষেপণাস্ত্র হানার ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তাতে সেই প্রমাণই মিলেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ট্যাঙ্কের তলায় লাফিয়ে পড়ছে ওরা’, মায়ের কাছে শেষ বার্তা রুশ সৈনিকের]

টুইটারে ভিডিওটি শেয়ার করেছে ইউক্রেনের বিদেশ মন্ত্রক। যেখানে দেখা গিয়েছে, খারকভ শহরের রাজপথের একপাশে হলুদ রঙের বিরাট প্রশাসনিক ভবন। ভবন লাগোয়া রাস্তায় গাড়ি চলাচল করছে। আচমকা ক্ষেপণাস্ত্র আঘাত করে ওই ভবনে। মুহূর্তে আগুনে ঝলসে যায় বাড়িটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। পরের দৃশ্যে দেখা যায়, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সরকারি ভবনটি।

ইউক্রেনের বিদেশ মন্ত্রক অভিযোগ করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে রাশিয়া। মন্ত্রকের টুইটে লেখা হয়, “আন্তর্জাতিক মানবিকতা আইন লঙ্ঘন করে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে, বেসামরিক সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। রাশিয়া ক্ষেপণাস্ত্র হানায় বড় শহরগুলিকে ধ্বংস করতে চাইছে।”

[আরও পড়ুন: মাত্রাছাড়া রুশ সমর্থনের মাশুল গুনতে হবে, বেলারুশকে হুঁশিয়ারি আমেরিকার]

ক্ষেপণাস্ত্র হানার ভিডিওটি টুইট করে ইউক্রেনের বিদেশমন্ত্রী লেখেন, “খারকভের সেন্ট্রাল ফ্রিডিম স্কয়ারে রাশিয়ার বর্বরোচিত ক্ষেপণাস্ত্র হানা। পুতিন ইউক্রেনের মনোবল ভাঙতে পারছে না। রাগে আরও বেশি করে যুদ্ধাপরাধ করছেন। নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। গোটা বিশ্বকে আরও বেশি করে এই অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। চাপ বাড়ান, রাশিয়াকে একঘরে করে দিন!”

উল্লেখ্য, মঙ্গলবার সকালে খারকভে রুশ গোলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। মনে করা হচ্ছে, রুশ ক্ষেপণাস্ত্র হানায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া ওই প্রশাসনিক ভবনের কাছেই ছিলেন তিনি। ওই হামলার সময়েই তাঁর মৃত্যু হয়।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement