Advertisement
Advertisement
Russia

প্রাতঃভ্রমণে বেরিয়ে ঝাঁজরা রুশ অফিসার, রহস্যমৃত্যু ঘিরে বাড়ছে চাঞ্চল্য

তাঁকে 'যুদ্ধাপরাধী' হিসেবে চিহ্নিত করেছিল ইউক্রেন।

Russian military officer shot dead while running in park। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 12, 2023 2:47 pm
  • Updated:July 12, 2023 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে পার্কে দৌড়নোর সময় আতাতায়ীর গুলিতে মৃত্যু হল এক রুশ (Russia) সেনা অফিসারের। পরপর গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় তাঁকে। তাঁর বুক ও পিঠে ৭টি বুলেট পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ইউক্রেন (Ukraine) তাঁকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছিল। এবার নিজের দেশেই প্রাণ হারালেন ওই অফিসার।

জানা গিয়েছে, নিহত অফিসারের নাম স্তানিস্লাভ ঝিৎস্কি। প্রাক্তন ওই সাবমেরিন কমান্ডারের নাম ইউক্রেনের ওয়েবসাইটে রয়েছে। সেখানে তাঁর নাম, ঠিকানা, ছবি ও ব্যক্তিগত তথ্য রাখা রয়েছে। যে ৬৪ বছরের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন হিসেবে, দেখা গিয়েছে তিনি অ্যাপের সাহায্য়ে রুশ অফিসারের গতিবিধির দিকে নজর রাখছিলেন। সেখানেই ওই অফিসার জানিয়ে রেখেছিলেন তিনি প্রতিদিন সকালে কোথায় যান জগিং করতে। ওই তথ্য থেকেই এই খুনের পরিকল্পনা, মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: আমেরিকাকে হুঁশিয়ারি দেওয়ার পরই জাপান সাগরে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া!]

২০২২ সালের জুলাইয়ে ইউক্রেনের শহর ভিনিৎসিয়ায় যে ক্ষেপণাস্ত্র হামলা হয়, তার নেতৃত্বে ছিলেন স্তানিস্লাভই। ওই হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছিল। তাঁর হত্যার সঙ্গে ইউক্রেন যুদ্ধের ‘যুদ্ধাপরাধী’ তকমার কোনও যোগ আছে কিনা সেই প্রশ্নও উঠছে।

[আরও পড়ুন: আশ্বাসই সার, মেলেনি ন্যাটোর সদস্যপদ! ‘অযৌক্তিক’, বলছেন ক্ষুব্ধ জেলেনস্কি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement