Advertisement
Advertisement

Breaking News

Wagner Putin

বিমান দুর্ঘটনায় মৃত বিদ্রোহী প্রিগোজিন! রুশ সংবাদমাধ্যমের দাবিতে জোর জল্পনা

পথের কাঁটা সরালেন পুতিন!

Russian media claim that Yevgeny Prigozhin died In plane crash। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 24, 2023 8:19 am
  • Updated:August 24, 2023 8:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দুনিয়াকে চমকে দিয়েছিলেন তিনি। সেই বিদ্রোহ পরে পুতিন কড়া হাতে নিরস্ত করলেও সংবাদের শিরোনামে থেকেই যান ওয়াগনার বাহিনীর বিতর্কিত প্রধান, অলিগার্চ ইয়েভজেনি প্রিগোজিন। সেই প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে দাবি করল রুশ সংবাদমাধ‌্যম। এক রুশ টেলিগ্রাম চ‌্যানেলে প্রচারিত খবরে জানানো হয়েছে, বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রিগোজিন।

জানা গিয়েছে, বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী এক বেসরকারি সংস্থার এমব্রেয়ার লিগ্যাসি বিমান তেভর এলাকার কুজেনকিনো গ্রামের কাছে ভেঙে পড়ে। ওই বিমানে পাইলট, ক্রু, যাত্রী-সহ মোট ১০ জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে। আর মৃতদের তালিকায় রুশ প্রেসিডেন্ট পুতিনের একদাঘনিষ্ঠ প্রিগোজিনও রয়েছেন বলেই খবরে দাবি। যদিও এর আগেও রুশ সংবাদমাধ্যমে প্রিগোজিনের মৃত্যুর খবর প্রচারিত হয়েছে। আবার পুতিনের নির্দেশে প্রিগোজিন খুন করা হয়েছে বলে জুলাই মাসের গোড়াতেও খবর ছড়িয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘মহাকাশে ভারতের নবউদয়’, চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত মোদি]

প্রসঙ্গত, মঙ্গলবার আফ্রিকার মরুভূমি থেকে নেট-মাধ‌্যমে ভিডিও পোস্ট করে আইএস এবং আল কায়দার বিরুদ্ধে লড়াই শুরুর কথা ঘোষণা করেছিলেন প্রিগোজিন।

উল্লেখ্য, গত জুন মাসে রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন প্রিগোজিন। পরে অবশ্য জানা যায়, লড়াই থামিয়ে বেলারুশে ঘাঁটি গেড়েছেন ওয়াগনার প্রধান। শোনা যায়, পুতিনের সঙ্গে নাকি বোঝাপড়াও হয়ে গিয়েছে তাঁর। মস্কো আগেই জানিয়েছিল, মালিতে যেভাবে কাজ করছিল ওয়াগনার সেভাবেই কাজ চলবে। বলে রাখা ভাল, আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ যেমন–সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, মালি, লিবিয়া, সুদানে সক্রিয় ওয়াগনার। সিরিয়াতেও আসাদ সরকারের হয়ে লড়ছে ওয়াগনার।

[আরও পড়ুন: জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাইডেন, তাকিয়ে বিশ্ব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement