Advertisement
Advertisement
Russia-Ukraine War

Russia-Ukraine War: এবার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার! তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা উসকে দিলেন রুশ বিদেশমন্ত্রী

বুধবার সপ্তম দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

Russian Foreign Minister said the third World War would be 'nuclear and destructive'। Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:March 2, 2022 5:42 pm
  • Updated:March 2, 2022 5:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি চতুর্থ বিশ্বযুদ্ধ হয় তা হলে তা হবে পাথর ও লাঠি দিয়ে। আইনস্টাইনের এই বিখ্যাত উক্তি বারবার সতর্ক করেছে সভ্যতাকে। অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত পৃথিবীর তাবড় দেশগুলি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধায় তাহলে তাতেই ঘনিয়ে আসবে মানুষের অন্তিমকাল। সেই কথাই নতুন করে ফিরে এল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আবহে। রুশ (Russia) বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বুধবার হুঁশিয়ারি দিলেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধে, তবে তা হবে পরমাণু যুদ্ধ ও ধ্বংসাত্মক। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে একথা জানা যাচ্ছে। এই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি ঘিরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন সারা বিশ্বেরই শান্তিকামী মানুষ।

দেখতে দেখতে সাত দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। এখনও তা থামার কোনও লক্ষণ নেই। একবার সমঝোতা বৈঠক হয়েছে। তা নিষ্ফল হওয়ার পরে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা বুধবার। কিন্তু এবারের বৈঠকে সমাধান মিলবে সেই সম্ভাবনাও কমই, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে এদিনের রুশ হুঁশিয়ারি নতুন করে বিপদ সংকেত দিচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেনে প্রাণ গেল আরও এক ভারতীয় পড়ুয়ার, যুদ্ধের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু]

গত কয়েক সপ্তাহ ধরে ক্রমেই ঘনাচ্ছিল যুদ্ধের মেঘ। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে হুঁশিয়ারিও দেন। কিন্তু সব হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে গত সপ্তাহে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রুশ সেনা। কিন্তু অভাবনীয় প্রতিরোধের মুখে পড়তে হয়েছে পুতিন বাহিনীকে। এর ফলে কিছুটা অস্বস্তিতে রাশিয়া। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়েছে ইউক্রেন।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে অনলাইনে বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। সেই বক্তৃতার পরে হাততালিতে ফেটে পড়ে কক্ষ। এর পর থেকেই জল্পনা বাড়ছে, তাহলে ইউক্রেনের সদস্যপদ স্রেফ সময়ের অপেক্ষা? যদি শেষ পর্যন্ত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে নিঃসন্দেহে। বেশ কিছুটা চাপে পড়বে রাশিয়া। নতুন মোড় নেবে রাশিয়া-ইউক্রেন সংঘাত।

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত কিয়েভে বাড়ছে ধর্ষণ, ডাকাতি! জেলেনস্কির প্রশাসনকে দুষলেন ইউক্রেনীয় সাহিত্যিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement