Advertisement
Advertisement

Breaking News

Russia

রাশিয়ার নাইট ক্লাবে ‘অর্ধনগ্ন পার্টি’! নিন্দার ঝড় দেশজুড়ে, ক্ষুব্ধ পুতিনও

নগ্নতার অভিযোগে জনপ্রিয় ব়্যাপারের ১৫ দিন জেল।

Russian

সমাজমাধ্যমে নাইট ক্লাবের ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে।

Published by: Kishore Ghosh
  • Posted:December 28, 2023 4:01 pm
  • Updated:December 28, 2023 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইচ্ছায় হোক বা অনিচ্ছায় যুদ্ধের মধ্যে রয়েছে দেশ। বিগত দুবছর ধরে ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ চলছে। সেই সময় মস্কোর নাইট ক্লাবে ‘অর্ধনগ্ন পার্টি’তে হুল্লোড়ে দানা বাধল বিতর্ক। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা রাশিয়ায়। অভিযোগ, নাইট ক্লাবের পার্টিতে এক ব়্যাপারের পরনে ছিল কেবল একটি মোজা। নগ্নতার অভিযোগে ওই ব়্যাপারের ১৫ দিনের জেল হয়েছে। গোটা ঘটনা কানে পৌঁছেছে রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনেরও। তিনি ক্ষুব্ধ বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, অভিযুক্ত ব়্যাপার মস্কো-সহ গোটা রাশিয়াতে পরিচিত। যদিও নাইট ক্লাবের ‘অর্ধনগ্ন পার্টি’র খবর প্রকাশ্যে আসতেই ব়্যাপারের একাধিক অনুষ্ঠান বাতিল করেছে মধ্যস্ততাকারীরা। সমাজমাধ্যমে নাইট ক্লাবের ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন উঠছে, যখন রুশ সেনা জওয়ানরা মৃত্যু হাতে করে যুদ্ধক্ষেত্রে লড়ছেন, তখন সেই দেশের নাগরিকেরা নগ্ন অবস্থায় নেশাগ্রস্ত হয়ে ফুর্তি করছেন। যা চরম অসভ্যতার নজির।

Advertisement

 

[আরও পড়ুন: ঘন কুয়াশায় বিপর্যস্ত পরিষেবা, দিল্লি বিমানবন্দরের যাত্রীদের জন্য বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার]

ঘটনায় অভিঘাতে মুখ খুলেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যদিও বুধবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “ওঁকে (অভিযুক্ত ব়্যাপার) ক্ষমা করে দিন। গোটা দেশে কেবল আপনি আর আমিই এই বিষয়ে কথা বলছি না।” মুখ খুলেছেন রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকহারোভাও। নাইট ক্লাবে অভব্য পার্টিতে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের কড়া সমলোচনা করেন তিনি।

 

[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]

২১ ডিসেম্বর মস্কোর মুতাবর নাইটক্লাবে বিতর্কিত পার্টিটি দিয়েছিলে জনপ্রিয় ব্লগার আনাস্তাসিয়া (নাস্ত্য) ইভলিভা। যেখানে ওই রাতে হাজির ছিলেন রুশ গ্ল্যামার জগতের বহু তারকাই। যাঁরা বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলিতে বিনোদনের অনুষ্ঠান করছেন। সেই তাঁদের প্রকাশ্য নগ্নতায় অবাক দেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement