সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরই বড়সড় আর্থিক সংকটে পড়তে চলেছে রাশিয়া (Russia)। শেষ হয়ে যেতে চলেছে সেদেশের রাজকোষের অর্থ। এমনই আশঙ্কার কথা শোনালেন রুশ ধনকুবের ওলেগ দেরিপাস্কা। সাইবেরিয়ার এক আর্থিক সম্মেলনে এমনই বিস্ফোরক দাবি করতে দেখা গেল তাঁকে।
ঠিক কী বলেছেন তিনি? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আগামী বছরে আমাদের হাতে কোনও অর্থই থাকবে না। পরিস্থিতির মোকাবিলা করতে আমাদের বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজন পড়বে।” সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যুদ্ধও যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের এই অবস্থায় বিদেশি ‘বন্ধু’ দেশগুলির ভূমিকাও গুরুত্বপূর্ণ, মনে করছেন ওই ধনকুবের।
আসলে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনার হামলার পর ওয়াকিবহাল মহলের একাংশের দাবি ছিল, রাশিয়ার কিয়েভ দখল স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু যত সময় গিয়েছে ততই ছবিটা বদলে গিয়েছে। এক বছর পেরিয়ে গেলেও এখনও চলছে যুদ্ধ। স্বাভাবিক ভাবেই চাপ বেড়েছে রাশিয়ার উপরে। পশ্চিমী দেশগুলিও বাড়তি চাপ দিতে শুরু করেছে মস্কোকে।
সব মিলিয়ে চাপ ক্রমেই বাড়ছে পুতিনের (Vladimir Putin) উপরে। যদিও গত সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট রাশিয়ার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে উচ্চাশা ব্যক্ত করেন। তবুও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এমনকী, জ্বালানি তেলের উৎপাদনও কমাতে বাধ্য হয়েছে রাশিয়া। জানা যাচ্ছে, ২০২২ সালে মস্কোর মোট আয় ২.১ শতাংশ কমেছে। এই অবস্থায় শোনা গেল নতুন আশঙ্কার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.