Advertisement
Advertisement
Russia

ইউক্রেনকে মুছে ফেলতে চাইছেন ‘গণহত্যাকারী’ পুতিন, তোপ বাইডেনের

রুশ গোলায় ছারখার পূর্ব ইউক্রেনের অধিকাংশ শহর।

Russia war a genocide, Putin trying to wipe out Ukraine, says Biden
Published by: Monishankar Choudhury
  • Posted:April 13, 2022 1:46 pm
  • Updated:April 13, 2022 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। রুশ গোলায় ছারখার পূর্ব ইউক্রেনের (Ukraine) অধিকাংশ শহর। বুচা, বরোদিয়াঙ্কা ও মারিওপোলের রাস্তায় পড়ে থাকা শয়ে শয়ে শব চিৎকার কর বলছে মানুষের পাশবিক প্রবৃত্তির কথা। কিন্তু কিছুতেই দমছে না রাশিয়া। এহেন পরিস্থিতে মার্কিন প্রেসিডেন্ট জো বইডেনের দাবি, ইউক্রেনকে মুছে ফেলতে চাইছেন ‘গণহত্যাকারী’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

[আরও পড়ুন: ‘ওরা মেরে ফেলবে, আমায় বাঁচান’, মোদির কাছে কাতর আরজি পাক অধিকৃত কাশ্মীরের গণধর্ষিতার]

মঙ্গলবার আইওয়া শহরের মেনলোয় সাংবাদিকদের প্রশ্নের মুখে বাইডেন স্পষ্ট বলেন, “ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান গণহত্যার শামিল। ইউক্রেনকে মুছে ফেলতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় হওয়ার ধারণা বা পরিচয় মুছে ফেলতে চাইছেন রুশ প্রেসিডেন্ট।” তবে গণহত্যার অভিযোগ আনলেও সেই বিষয়ে জোরাল কোনও যুক্তিপ্রমাণ পেশ করতে পারেননি বাইডেন। বলে রাখা ভাল, এর আগেও রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন বাইডেন। শুধু তাই নয়, রাশিয়ায় পুতিন প্রশাসনকে উৎখাত করার ডাক দিয়েছিলেন তিনি। যদিও পরে সেই মন্তব্যে সাফাই দিতে গলদঘর্ম হতে হয় হোয়াইট হাউসের মুখপাত্রদের।

Advertisement

এদিকে, বাইডেনের মন্তব্যের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলেনস্কি। গোড়া থেকেই তাঁর দেশে রাশিয়া ‘গণহত্যা’ চালাচ্ছে রাশিয়া বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি, ইউরোপের দেশগুলির কাছে রাশিয়াকে ‘গণহত্যা’য় অভিযুক্ত করার দাবি জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, “এভাবেই শয়তানের সঙ্গে লড়াই করতে হবে। আমাদের পাশে দরংরনর জন্য আমেরিকার প্রতি আমরা কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। কিয়েভ, খারকভ, ওডেসা, মারিওপোল, ইরপিন-সহ শহরে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। শুরুর দিকে রাজধানী কিয়েভের অনেকটাই কাছে পৌঁছে গেলেও ইউক্রেনীয় ফৌজের পালটা মারে পিছিটে এসে এবার পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে নতুন করএ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রুশ বাহিনীর নিশানায় রয়েছে মারিওপোল। নিরন্তর রুশ হানায় গোটা শহরময় ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে লাশ। কার্যত মৃতনগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের দক্ষিণের বন্দর শহরটি। তবে এখনও শহরটির দখল রয়েছে জেলেনস্কির বাহিনীর হাতেই।

[আরও পড়ুন: ফের গণকবরের সন্ধান মিলল কিয়েভের কাছে, ইউক্রেনের দাবি ঘিরে চাঞ্চল্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement