Advertisement
Advertisement

Breaking News

Russia-Ukraine War

Russia-Ukraine War: যুদ্ধ শেষের পথে? পরমাণু হামলার আশঙ্কার মাঝেই রাশিয়ার সঙ্গে বৈঠকে রাজি ইউক্রেন

যুদ্ধের আবহে পশ্চিমী দেশগুলি রাশিয়ায় পরমাণু হামলা চালাতে পারে, আশঙ্কা পুতিনের।

Russia-Ukraine War: Ukraine agrees to sit together and talks with Russia at Belarus border | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 27, 2022 8:23 pm
  • Updated:February 27, 2022 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তবে কি শেষের পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)? অস্ত্র ছোঁড়াছুঁড়ি করে নয়, কথার মাধ্যমেই সমাধানের পথ বেছে নিল দু’দেশ। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাশিয়ার আহ্বান মেনে তাদেরই প্রস্তাবিত জায়গায় আলোচনায় বসতে রাজি হল ইউক্রেন Ukraine)। কিয়েভের সংবাদমাধ্যম সূত্রে খবর, বেলারুশেই (Belarus) রাশিয়া-ইউক্রেন বৈঠক হবে। রবিবার সন্ধ্যায় এই খবর নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর তারপরই বেলারুশের প্রধান লুকাশেঙ্কোর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। কবে, কখন বৈঠকে বসবেন পুতিন-জেলেনস্কি, তা অবশ্য জানা যায়নি এখনও। দু’দেশের যুদ্ধে এবার ইতি পড়তে চলেছে, এই আশায় বুক বাঁধছেন আম নাগরিক।

যুদ্ধের শুরুর দিকে রাশিয়ার (Russia)তরফে ইউক্রেনকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তার জন্য বেশ কয়েকটি শর্ত মানতে হতো। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল ইউক্রেন কখনও NATO’র সদস্য হওয়ার আবেদন জানাতে পারবে না। এছাড়া আরও বেশ কিছু শর্ত ইউক্রেনের উপর চাপিয়েছিল পুতিনের দেশ। যাতে রাজি হননি প্রেসিডেন্ট জেলেনস্কি। এছাড়া বৈঠকের আলোচনাস্থল নিয়েও ইউক্রেনের আপত্তি ছিল। সীমান্তের বন্ধুদেশ বেলারুশে দু’দেশের আলোচনার প্রস্তাব মানতে রাজি ছিল না ইউক্রেন।

[আরও পড়ুন: ওষুধ সংস্থার কর্মী সেজে কোটি টাকার প্রতারণা! কলকাতা পুলিশের জালে নাইজেরিয়ার যুবক]

তবে যুদ্ধের চতুর্থদিনে রাশিয়ার শর্ত মেনে বেলারুশেই বৈঠকে রাজি হল ইউক্রেন। ‘কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’ সূত্রে খবর, ইউক্রেন আলোচনায় বসার কথা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা, এএফপি সূত্রেও এই খবর নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াকে কোণঠাসা করতে আমেরিকা-সহ অন্যান্য পশ্চিমী দেশগুলি যে পথে এগোচ্ছে, তাতে অশনি সংকেত দেখছেন খোদ পুতিনই। তাঁর আশঙ্কা, পশ্চিমী জোট রাশিয়ার উপর পরমাণু হামলা (Nuclear Attack) চালাতে পারে। সেই আশঙ্কা থেকে তিনি ভিডিও বার্তায় সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, দেশের পরমাণু কেন্দ্রগুলি নিয়ন্ত্রণে রাখার। পরমাণু চুল্লিগুলিতে আরও নজরদারি বাড়ানোর। বৃহস্পতিবারই সীমান্ত এলাকার চেরনোবিল পরমাণু কেন্দ্রের  দখল নিয়েছে রুশ সেনা। তারপর সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ (Radiation) কয়েকগুণ বেড়েছে বলে খবর। এই অবস্থায় আরও বেশি করে পরমাণু কেন্দ্রগুলিকে সতর্ক করেছেন পুতিন। যুদ্ধে ইতি না পড়লে তা কি পারমাণবিক লড়াইয়ে পৌঁছে যেতে পারে? এই প্রশ্ন জাগায় আশঙ্কায় কাঁটা সকলে। 

[আরও পড়ুন: আমজনতার হাতে হাতে মলোটেভ ককটেল, রুশ সেনাকে রুখতে মরিয়া দেশবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement