Advertisement
Advertisement
Russia-Ukraine War

Russia-Ukraine War: খারকভে রুশ গোলায় মৃত্যু ভারতীয় পড়ুয়ার, জানাল বিদেশমন্ত্রক

যুদ্ধ শুরুর ছ'দিন পরও কেন সব ভারতীয়কে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে ফেরানো গেল না? উঠছে প্রশ্ন।

Russia-Ukraine War: Ministry of External Affairs says that an Indian student lost his life in shelling in Kharkiv | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 1, 2022 3:12 pm
  • Updated:March 1, 2022 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি হল আশঙ্কাই। ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার সকালে খারকভে রুশ গোলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। টুইট করে জানাল বিদেশমন্ত্রক। এই প্রথম ইউক্রেন-রাশিয়া যুদ্ধে (Ukraine-Russia War) কোনও ভারতীয়ের মৃত্যুর খবর মিলল। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহত ভারতীয় পড়ুয়ার নাম নবীন (Naveen)। তিনি কর্ণাটকের বাসিন্দা। ইউক্রেনে গিয়েছিলেন মেডিক্যাল পড়তে। মঙ্গলবার সকালে খারকভে শেলিং চলাকালীন প্রাণ যায় তাঁর। যদিও বিদেশমন্ত্রকের তরফে ওই পড়ুয়ার পরিচয় প্রকাশ করা হয়নি। কোন দেশের সেনার গুলিতে তাঁর প্রাণ গিয়েছে সেটাও স্পষ্ট করা হয়নি।  

[আরও পড়ুন: Ukraine Crisis: পুতিনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক রুশ বিরোধী নেতা নাভালনির]

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) টুইট করে বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ সকালে খারকভে শেলিংয়ের জেরে এক ভারতীয় পড়ুয়ার প্রাণ গিয়েছে। বিদেশমন্ত্রক মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত।” বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, “রাশিয়া (Russia) এবং ইউক্রেনে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ফের ভারতীয়দের নিরাপদে দেশে ফেরত পাঠানোর দাবি জোরাল করতে বলেছি। দুই দেশের দূতাবাসের তরফেও সেই দাবি জানানো হয়েছে।”

[আরও পড়ুন: ‘এখনই কিয়েভ ছাড়ুন’, ইউক্রেনে আটকে থাকা নাগরিকদের সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের]

বস্তুত, ইউক্রেনে সবমিলিয়ে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে ছিলেন। এদের বেশিরভাগই মেডিক্যাল পড়ুয়া। যুদ্ধ পরিস্থিতিতে এঁদের দ্রুত উদ্ধার করার চেষ্টা করছে ভারত সরকার। ভারতীয়দের উদ্ধার করার উদ্দেশে ‘অপারেশন গঙ্গা’ (Operation Ganga) শুরু করেছে কেন্দ্র। কিন্তু এখনও পর্যন্ত বহু ভারতীয়ই আটকে রয়েছেন ইউক্রেনে। প্রশ্ন উঠছে, যুদ্ধ শুরুর ছ’দিন পরও কেন সব ভারতীয়কে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে ফেরানো গেল না। যে ‘অপারেশন গঙ্গা’ নিয়ে এত প্রচার, তাতে আদৌ কাজের কাজ হচ্ছে তো? 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement