Advertisement
Advertisement

Breaking News

Russia

যুদ্ধের আগুনে পুড়ছে ইতিহাস! বন্দরনগরী ওডেসা কাঁপছে রুশ বোমায়

বড়সড় ক্ষতির মুখে শস্যভাণ্ডার। 

Russia strikes Ukraine's Odesa, damaged museum। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 6, 2023 7:18 pm
  • Updated:November 6, 2023 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের আগুনে পুড়ছে ইতিহাস! বন্দরনগরী ওডেসা কাঁপছে রুশ বোমায়। এবার এই ধ্বংসযজ্ঞের আহুতি শহরটির একটি ঐতিহ্যশালী মিউজিয়াম।

অনেকেই বলছেন ইউক্রেনের ইতিহাসকে ধ্বংস করার চেষ্টা রাশিয়া! রবিবার ফের বন্দরনগরী ওডেসায় ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। মূলত শহরের বন্দরকে লক্ষ্য করে ১৫টি ড্রোন দিয়ে আঘাত হানে পুতিন বাহীনী। ফের বড়সড় ক্ষতির মুখে পড়েছে শস্যভাণ্ডার। হামলার জেরে পুড়ে খাক হয়ে গিয়েছে শহরের একটি ঐতিহ্যশালী মিউজিয়ামও।  

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার ওডেসার (Odesa) বুকে ভয়ঙ্কর আঘাত হানে রাশিয়া। যা নিয়ে ওডেসার গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, ১৫টি ড্রোন দিয়ে শহরে হামলা চালানো হয়। নিশানা করা হয়েছিল বন্দরকে। এই হামলায় বেশ কয়েকটি গুদাম, বিশেষ যানবাহন, শস্য বহনকারী গাড়িতে আগুন লেগে যায়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই হামলায় কমপক্ষে ২০টি বহুতল ও শহরের একটি জনপ্রিয় মিউজিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ৮জন। এই হামলা নিয়ে এখনও পর্যন্ত রাশিয়ার তরফে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, কয়েকদিন আগেই কৃষ্ণসাগর ও ক্রাইমিয়া সংলগ্ন অঞ্চলে কিয়েভ যে আক্রমণ করেছিল তার জবাবেই এই প্রত্যাঘাত করেছে মস্কো।

[আরও পড়ুন: ইজরায়েলে মিসাইল ছুড়ে কাকে বার্তা দিচ্ছে ইয়েমেনের হাউথিরা, কোন অঙ্ক মধ্যপ্রাচ্যে?]

বলে রাখা ভালো, গত ২৯ অক্টোবর রাতভর কৃষ্ণসাগর ও ক্রাইমিয়ার উত্তরাংশে হানা দেয় ইউক্রেনের ৩৬টি ড্রোন। যা গুলি করে নামায় রাশিয়ার বায়ুসেনা। সেপ্টেম্বর মাসেও সেবাস্তাপোলের ক্রাইমিয়া বন্দরে রুশ নৌসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইউক্রেনের বাহিনী। যার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড বেঁধে যায় সেখানে। মৃত্যু হয় এক রুশ সেনা আধিকারিকের। যার বদলা নিতেই রবিবার ফের ওডেসায় আক্রমণ শানায় রাশিয়া। দুই বছর হতে চলা এই সংঘাতে এইভাবেই ঘাত-প্রতিঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশই। 

[আরও পড়ুন: দ্বিখণ্ডিত গাজা! শহর দখলের দাবি ইজরায়েল সেনার, আচমকা ইরাক সফরে অ্যান্টনি ব্লিঙ্কেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement