Advertisement
Advertisement

Breaking News

Russia

ফের উত্তপ্ত কৃষ্ণসাগর, ইউক্রেনের ৩৬টি হানাদার ড্রোন ধ্বংস করল রুশ ফৌজ

ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছিল রাশিয়া।

Russia shot down 36 Ukrainian drones over Black Sea। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 30, 2023 3:41 pm
  • Updated:October 30, 2023 8:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ২৪দিনে পা রেখেছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। অন্যদিকে দেড় বছর পেরিয়েও জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত। এবার ফের উত্তপ্ত হল কৃষ্ণসাগর ও ক্রাইমিয়া সংলগ্ন অঞ্চল। ঝাঁকে ঝাঁকে হানা দেওয়া ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করে দিয়েছে রুশ ফৌজ বলে খবর।  

রবিবার এই ঘটনার কথা জানিয়েছে রাশিয়ার (Russia) প্রতিরক্ষা মন্ত্রক। টেলিগ্রামে তারা বলেছে, শনিবার রাতভর কৃষ্ণসাগর (Black sea) ও ক্রাইমিয়ার উত্তরাংশে হানা দেয় ইউক্রেনের ৩৬টি ড্রোন। যেগুলো গুলি করে নামায় রাশিয়ার বায়ুসেনা। এনিয়ে কৃষ্ণসাগরের সীমান্তবর্তী দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলের স্থানীয় প্রশাসন জানিয়েছে, রবিবার সকালে সেখানকার তেল শোধনাগারে আগুন লেগে যায়। মনে করা হচ্ছে, ইউক্রেনীয় ড্রোনগুলোকে গুলি করে নামানোর সময় সেখান থেকেই ওই অগ্নিকাণ্ড ঘটে।

Advertisement

[আরও পড়ুন: গাজার পাশাপাশি তীব্র লড়াই ওয়েস্ট ব্যাঙ্কেও, খতম ইসলামিক জেহাদের জঙ্গি]

বলে রাখা ভালো, গত জুলাই মাসে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় (Ukraine) বন্দরে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ধ্বংস হয়ে যায় ৬০ হাজার টন খাদ্যশস্য। তার পর থেকেই বদলা নিতে হামলা চালাচ্ছে ইউক্রেনও। সেপ্টেম্বর মাসে সেবাস্তাপোলের ক্রাইমিয়া বন্দরে রুশ নৌসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেনের বাহিনী। যার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড বেঁধে যায় সেখানে। মৃত্যু হয় এক রুশ সেনা আধিকারিকের।    

[আরও পড়ুন: ‘সর্বোচ্চ গুরুত্ব’, কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় সেনাদের পরিবারকে আশ্বাস বিদেশমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement