Advertisement
Advertisement
Vladimir Putin

‘বন্ধু’ মোদির ডাকে সাড়া! ভারচুয়াল G-20 সামিটে যোগ দিচ্ছেন পুতিন

ভারচুয়াল জি-২০ সামিটে রুশ প্রেসিডেন্টের যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Russia Prez Vladimir Putin to join virtual G20 summit organized by India | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 20, 2023 2:59 pm
  • Updated:November 20, 2023 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বন্ধু’ মোদির ডাকে সাড়া দিয়ে ভারচুয়াল জি-২০ সামিটে যোগ দিচ্ছে পুতিন (Vladimir Putin)। আগামী বুধবার ভারত একটি ভারচুয়াল সামিটের আয়োজন করেছে যেখানে অংশ নেবে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি। সেই আলোচনাচক্রে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই খবর রুশ সংবাদমাধ্যম সূত্রে। পুতিনের এই ভারচুয়াল উপস্থিতি আন্তর্জাতিক মহলের কাছে বিশেষ বার্তা পৌঁছে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইন্দোনেশিয়া ও ভারতে আয়োজিত জি-২০ সামিটে (G-20 Summit) যোগ দেননি পুতিন। জি-২০ গোষ্ঠীর আগামী সম্মেলন ব্রাজিলে। তবে তার আগে একটি ভারচুয়াল সামিটের আয়োজন করেছে ভারত। নয়াদিল্লিতে সদ্য সমাপ্ত সম্মেলনের ফলাফল এবং প্রস্তাবের অগ্রগতি নিয়ে আলোচনা হবে সেখানে। সেখানেই যোগ দেবেন পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে ভারচুয়াল জি-২০ সামিটে রুশ প্রেসিডেন্টের যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হারে স্বপ্নভঙ্গ, যন্ত্রণায় আত্মঘাতী বাঁকুড়ার ক্রিকেটভক্ত]

ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে যোগ দেননি পুতিন। যা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। কূটনৈতিক মহলের একাংশ ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। মনে করা হচ্ছিল, নয়াদিল্লির আমেরিকা ঘনিষ্ঠতায় কিছুটা হলেও রুষ্ট মস্কো। কিন্তু সেই সমস্ত জল্পনা উড়িয়ে বন্ধু মোদির ডাকে সাড়া দিলেন পুতিন। কার্যত বুঝিয়ে দিলেন সমস্ত জল্পনাই অনর্থক। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে লাগাতার আলোচনা চলছে। মনে করা হচ্ছে, সেই আলোচনার ফসল হিসেবেই জি-২০ সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ভারত-রাশিয়ার সম্পর্ক বহু পুরনো। হালফিলে নয়াদিল্লি-ওয়াশিংটন কাছাকাছি এলেও মস্কোর সঙ্গে যে পুরনো সম্পর্কের সুতোয় টান পড়েনি তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছে ভারত। পশ্চিমী দুনিয়া ও আমেরিকার চাপ উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধের মাঝেই রাশিয়ার থেকে তেল কিনেছে ভারত। আমদানি করেছে অস্ত্রও। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার নিন্দা করতে শোনা যায়নি ভারতকে। এবার ভারতের ডাকে সাড়া দিয়ে ভারচুয়াল জি-২০ সামিটে যোগ দিয়ে পুতিনও বুঝিয়ে দিলেন ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে।’

[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের পর এলাকায় অগ্নিসংযোগ, দলুয়াখাঁকিতে সাতদিন পর গ্রেপ্তার ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement