Advertisement
Advertisement

Breaking News

Jaishankar

‘রাশিয়া কখনও ক্ষতি করেনি, পশ্চিমি দেশই পাকিস্তানকে অস্ত্র দিত’, বিস্ফোরক জয়শংকর

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি গিয়েছেন বিদেশমন্ত্রী।

‘Russia never hurt our interests’, says EAM Jaishankar। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 20, 2024 8:26 pm
  • Updated:February 20, 2024 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া কখনও ভারতের ক্ষতি করেনি। এদিকে বহু পশ্চিমি দেশই একদা পাকিস্তানকে দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ করে এসেছে। এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। এক জার্মান দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই ‘বন্ধু’ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। মনে করিয়ে দিলেন, ভারত যদি রাশিয়ার থেকে তেল না কিনত সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে হইচই পড়ে যেত। পাশাপাশি পশ্চিমি দুনিয়াকেও প্রচ্ছন্ন খোঁচা দিয়ে রাখলেন।

বরাবরই ‘ঠোঁটকাটা’ জয়শংকর। এদিনও চাঁচাছোলা ভাষায় তাঁকে বলতে শোনা যায়, ”রাশিয়া (Russia) কখনও ভারতের ক্ষতি করেনি। বরাবরই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক।” পাশাপাশি তিনি বলেন, ”বহু পশ্চিমি দেশই ভারত নয়, পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করত। তবে গত ১০-১৫ বছরে ব্যাপারটা বদলেছে। উদাহরণ হিসেবে বলা যায় আমেরিকার কথা। আজ রাশিয়া, আমেরিকা, ফ্রান্স ও ইজরায়েল আমাদের প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে।”

Advertisement

[আরও পড়ুন: তিন সেনাকর্তাকে ফাঁসির সাজা মায়ানমারে! কেন এই পদক্ষেপ জুন্টার?]

প্রসঙ্গত, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। গত শনিবার এক প্যানেল ডিসকাশনে এক প্রশ্নের জবাবে আমেরিকাকে পরোক্ষে খোঁচা দিয়ে তিনি পরিষ্কার করে দেন ভারত যে রাশিয়ার থেকে তেল কিনছে তা নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সেই সুরই লক্ষ করা গিয়েছে তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে।

[আরও পড়ুন: নাভালনির মৃত্যু নিয়ে মুখ খুললেন ট্রাম্প, তবে পুতিনের বদলে দুষলেন বাইডেনকে, কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement