Advertisement
Advertisement

‘স্বাধীনতা দিবসেই হামলা চালাবে রাশিয়া’, দেশবাসীকে সতর্কবার্তা ইউক্রেনের প্রেসিডেন্টের

ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে রাশিয়া।

Russia might attack on Ukraine independence day, says Zelenskyy | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2022 3:34 pm
  • Updated:August 21, 2022 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৪ আগস্ট ইউক্রেনের (Ukraine) স্বাধীনতা দিবস। কিন্তু সেই আনন্দের মধ্যেও কাঁটা হয়ে রয়েছে রুশ হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন। স্বাধীনতা দিবস উদযাপনের সময়ে প্রাণঘাতী হামলা চালাতে পারে রাশিয়া, এমনটাই আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রসঙ্গত, শনিবারই দক্ষিণ ইউক্রেন অঞ্চলে মিসাইল হানা চালিয়েছে রাশিয়া (Russia-Ukraine War)। সেই হামলায় অন্তত ১২ জন গুরুতর ভাবে আহত হয়েছেন।

দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জেলেনস্কি বলেছেন, “চলতি সপ্তাহে খুব খারাপ কিছু করতে পারে রাশিয়া (Russia)। আমাদের গণতন্ত্রে আঘাত করার জন্য সাংঘাতিক হামলার পরিকল্পনা করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভয় ধরিয়ে দেওয়ার জন্যই হামলা করবে রাশিয়া।” প্রসঙ্গত, ইউক্রেনের উপরে রুশ হামলার ছয় মাস পূর্ণ হবে আগামী ২৪ আগস্ট, ইউক্রেনের স্বাধীনতা দিবসে। 

Advertisement

[আরও পড়ুন: তালিবানের হাতে আটক মার্কিন পরিচালক, চোখ বেঁধে নিয়ে যাওয়া হল গোপন স্থানে]

আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলির সূত্র মারফত জানা যাচ্ছে, ইউক্রেন সীমান্তে মিসাইল মোতায়েন করছে রাশিয়া। শুধু তাই নয়, বিপুল সংখ্যক সৈন্যও মোতায়েন করা হয়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তে। বড়সড় হামলা চালানোর প্রস্তুতি চলছে বলেই ধারণা আন্তর্জাতিক মহলের। ইতিমধ্যেই খারকভে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। রুশ সেনার মিসাইলে যেন প্রাণহানি না হয়, সেই কারণেই এই ব্যবস্থা। সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে।

 বিশেষ দিনের আগে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রুশ সেনা। জাপোরজিয়া পরমাণু কেন্দ্রের কাছে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে রাশিয়া। লাগাতার গোলাবর্ষণের ঘটনার প্রসঙ্গে ক্রাইমিয়ার ইতিহাস টেনে এনেছেন জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। ২০১৪ সালে একইভাবে ক্রাইমিয়াতে আক্রমণ চালিয়ে ইউক্রেনের ওই অংশটি নিজেদের দখলে এনেছিল রাশিয়া। সাম্প্রতিককালে বারবার রুশ গোলাবর্ষণের ফলে সেই স্মৃতি ফিরে আসছে বলেও দাবি করেছেন জেলেনস্কি। কিন্তু দেশবাসীকে উদ্বুদ্ধ করে তিনি বলেছেন, ভয় না পেয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে ইউক্রেন।

[আরও পড়ুন: তিরিশ ঘণ্টা লড়াইয়ের পর দখলমুক্ত সোমালিয়ার হোটেল, জঙ্গি হামলার তীব্র নিন্দা ভারতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement