Advertisement
Advertisement

Breaking News

উড়বে শত্রুর রাতের ঘুম! গোপনে ‘রোবোকপ’ বাহিনী গড়ছে পুতিনের দেশ

চোখের পলকে নিকেশ হবে শত্রু৷

Russia has started to test its 'Robocop' soldiers
Published by: Tanujit Das
  • Posted:August 29, 2018 9:04 pm
  • Updated:August 29, 2018 9:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলের চোখের অলক্ষ্যেই প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হচ্ছে রাশিয়া৷ নীরবে তারা পিছনে ফেলে দিচ্ছে আমেরিকা, চিনকে৷ সময়ের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির পাশাপাশি রোবটিক বাহিনীর তৈরিতেও কয়েক কদম এগিয়ে গিয়েছে পুতিনের দেশ৷ সূত্রের খবর, ভবিষ্যতের কথা মাথায় রেখে ঘাতক ‘রোবোকপ’ বাহিনী তৈরিতে মনোনিবেশ করছে মস্কো৷

Advertisement

সম্প্রতি এর আভাস মিলেছে মস্কোয় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল ফোরামে৷ যেখানেই প্রথমবারের জন্য প্রকাশ্যে আনা হয় এই রুশ রোবোকপ বাহিনীর সেনাদের৷ যাদের তৈরি করেছে একটি রুশ মিলিটারি ফার্ম৷ এতদিন ধরে যারা রাশিয়ার জন্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করতেন৷ এবার রুশ সেনার জন্য তারাই তৈরি করবেন রোবটিক বাহিনী৷ সংস্থাটি জানিয়েছে, প্রতিটি এই রোবট সেনার শরীরে থাকবে অত্যাধুনিক বর্ম, যা এখনও পর্যন্ত ওঠেনি রুশ সেনার হাতে৷ শত্রুপক্ষের কোনও ধরনের বুলেটই ভেদ করতে সক্ষম এই বুলেট৷ বহন করতে পারবে মাত্রাতিরিক্ত ওজন৷

[রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর খবর প্রচার করছে গুগল, সরব ট্রাম্প]

 

[শ্বেতপত্র প্রকাশ করে কিমের দেশকে বিপজ্জনক ঘোষণা জাপানের]

রুশ সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২৫-এর মধ্যে দেশের সেনা বাহিনীতে সম্পূর্ণ একটি রোবট বাহিনী তুলে দিতে বদ্ধপরিকর সামরিক সংস্থাটি৷ ইতিমধ্যেই হয়ে গিয়েছে বেশ কয়েকবার ট্রেনিংও৷ সংস্থার প্রধান ডিজাইনার ওলেগ ফাস্টোভ জানান, প্রতিটি রোবটের উচ্চতা ছ’ফুট৷ কেবল দু’হাতেই নয়, একহাতেও হামলা করতে এবং অতিদ্রুত বন্দুক চালাতে সমান ভাবে দক্ষ এই বাহিনীর প্রতিটি সেনা৷ এই সেনাকে সাজিয়ে তোলা হয়েছে সবচেয়ে অত্যাধুনিক সামরিক পোশাকে৷ এদের দু’হাতে বাইসেপে রয়েছে রুশ পতাকা খোদাই করা প্রোটেকটেড প্লেট৷ কোমরে রয়েছে ধাতব বেল্ট এবং পায়ে মজবুত স্কি-বুট৷ রুশ সেনাতে এই রোবোকপ বাহিনী অন্তর্ভুক্ত হলে অন্যান্য দেশের পক্ষে মস্কোকে আটকানো অনেকটাই কষ্টসাধ্য হবে বলে মনে করা হচ্ছে৷ এই সেনার মোকাবিলায় আমেরিকা ও চিন কী করে সেই দিকেই তাকিয়ে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement