Advertisement
Advertisement

চড়ছে উত্তেজনা, ট্রাম্প-পুতিন বৈঠকের পরেই গোপন হাতিয়ার প্রকাশ্যে আনল রাশিয়া

কাকে হুঁশিয়ারি দিল মস্কো জানেন?

Russia flexes muscle, shows off Putin's 'super weapons'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2018 4:56 pm
  • Updated:July 20, 2018 4:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে আসার একদিন পরেই পালটি খেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ ঐতিহাসিক বৈঠকের ঠিক একদিন পরেই রুশ পারমাণবিক অস্ত্রের পরাক্রম দেখাল মস্কো৷ বিভিন্ন অত্যাধুনিক রুশ ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করল পুতিন প্রশাসন৷ যাকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷

[জলপথে প্রতিরক্ষা বাড়াতে গোলটেবিল বৈঠকে ভারত ও জাপান]

Advertisement

হলিউড সিনেমার মতো কায়দায় নির্মিত ভিডিওটিতে তাঁদের সংগ্রহে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলির ঝলক তুলে ধরেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক৷ সেখানে দেখানো হয়েছে যুদ্ধক্ষেত্রে শত্রুকে মারমুখী যুদ্ধবিমান মিগ-৩১-কে৷ রয়েছে, কিঞ্জল হাইপারসনিক মিসাইল৷ কেবল ভিডিও প্রকাশ করেই থেমে থাকেনি রাশিয়া৷ সেখানে যুক্ত করা হয়েছে গত মার্চ মাসে দেওয়া প্রেসিডেন্ট পুতিনের একটি বিতর্কিত বক্তৃতাকে৷ যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, রাশিয়ার অস্ত্রাগারে এমন অস্ত্র রয়েছে যা দিয়ে বিশ্বের যেকোনও প্রান্তে হামলা চালাতে পারেন তাঁরা৷ বিশেষজ্ঞদের মতে, এই হুঁশিয়ারি কাদের বিরুদ্ধে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট তা মুখে না বললেও টার্গেট খুবই স্পষ্ট৷ কারণ, গত দু’বছর ধরে অর্থাৎ ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আমেরিকার সঙ্গে বেড়েছে রুশ টানাপোড়েন৷ কিন্তু একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না অনেক বিশেষজ্ঞই৷ তাঁদের প্রশ্ন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের একদিন পরেই এমন একটা ভিডিও প্রকাশ করল কেন রাশিয়া?

[সিপিইসি-র কায়দায় মায়ানমারে প্রবেশ করল ‘ড্রাগন’, উদ্বিগ্ন ভারত ]

প্রসঙ্গত, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কয়েকদিন আগেই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল বিশ্বের সমস্ত রাজনৈতিক মহল৷ হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে বৈঠকের আগেই টুইট বার্তায় পূর্বতন মার্কিন প্রশাসনকে আক্রমণ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ বলেছিলেন, আগের সরকারের ভুল পরিকল্পনা ও চিন্তাভাবনাই এতদিন আমেরিকা ও রাশিয়াকে দূরে সরিয়ে রেখেছিল৷ এখানেই শেষ নয়, এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টিকেও গুরুত্ব দেননি তিনি৷ প্রায় ৯০ মিনিট একান্তে বৈঠক করেছিলেন বিশ্বের দুই শক্তিধর দেশের রাষ্ট্রনায়করা৷ তাঁদের আলোচনায় বাণিজ্য থেকে প্রতিরক্ষা, চিন থেকে শুরু করে পারমাণবিক অস্ত্রের ব্যবহার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে বলে জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement