Advertisement
Advertisement
Russia Ukraine War

ইউক্রেন নয়, নিজেদের শহরেই হাজার কেজির বোমা ফেলল রুশ যুদ্ধবিমান, তছনছ গোটা এলাকা

ফের সেই শহরে উদ্ধার বিস্ফোরক।

Russia bombs own city Belgorod | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Paramita Paul
  • Posted:April 23, 2023 10:25 am
  • Updated:April 23, 2023 11:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) থামার কোনও লক্ষ্মণই নেই। শহরে শহরে গোলা বর্ষণ চলছে। এর মাঝেই নিজের শহরের বোমা ফেলল রাশিয়া। হতাহতের কোনও খবর না থাকলেও তিনজন গুরুতর জখম হয়েছে বলে খবর। ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু বহুতল। উল্লেখ্যযোগ্যভাবে, শনিবার রাতে বেলগ্রাদ শহরের এক বহুতলে ফের বিস্ফোরকের সন্ধান মেলে। সঙ্গে সঙ্গে একাধিক বহুতল খালি করে দেওয়া হয়। কিন্তু রাশিয়া-ইউক্রেন সীমান্তের শহরে কীভাবে বিস্ফোরক এল, তা নিয়ে চাঞ্চল্য় ছড়িয়েছে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রুশ যুদ্ধবিমান এসইউ-৩৪ বোমা ফেলা হয় বেলগ্রাদ শহরে। বিস্ফোরণে কেঁপে ওঠে সীমান্তবর্তী শহর। একাধিক বহুতলের গায়ে ফাটল ধরে। বিস্ফোরণের অভিঘাত একটি গাড়ি উড়ে গিয়ে পড়ে একটি বাড়ির ছাদে। জখম হন ৩ জন। বিস্ফোরণে সঙ্গে সঙ্গে দায় স্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানায়, যুদ্ধবিমান এসইউ-৩৪ থেকে দুর্ঘটনাবশত বোমা নিক্ষেপ করা হয়। যার ওজন ছিল প্রায় ১ হাজার কেজি।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্ষমতা হারানোর পর বিবেক জাগ্রত হল কেন?’, পুলওয়ামা নিয়ে সত্যপালকে পালটা শাহর]

শনিবার শহরের গর্ভনর ভ্যালেন্টইন দেমিদোভ ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে শনিবারও বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে খবর। সঙ্গে সঙ্গে বহুতল ফাঁকা করে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এই বিস্ফোরক কোথা থেকে এল, তা খুঁজে দেখছে তদন্তকারীরা।

[আরও পড়ুন: আত্মসমর্পণ খলিস্তানি নেতা অমৃতপালের, নিয়ে যাওয়া হবে অসমের জেলে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement