Advertisement
Advertisement
Russia

ময়দানে রাশিয়ার পরমাণু ফৌজ! ইউক্রেন থেকেই কি শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ?

আণবিক হাতিয়ার নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রুশ বাহিনী।

Russia Begins Nuclear Drill, West Plans Response

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 30, 2024 8:24 pm
  • Updated:October 30, 2024 8:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছর পূর্ণ হতে চলল। কিন্তু এখনও জারি রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আমেরিকার অস্ত্রে বলীয়ান হয়ে রুশ বাহিনীকে পালটা মার দিচ্ছে কিয়েভ। এই আবহে এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পুতিনের দেশ? পরমাণু অস্ত্র নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়ার ফৌজ। এমনই খবর মিলেছে রয়টার্স সূত্রে।

রক্তক্ষয়ী এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা। গত আড়াই বছরে ইউক্রেনীয় সেনার হাতে এসেছে অত্যাধিক সমরাস্ত্র। দিন পনেরো আগে জানা যায়, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেশকে শক্তিশালী দূরপাল্লার ক্রুজ মিসাইল দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। যা রাশিয়ার গভীরে ঢুকে আঘাত হানতে সক্ষম। এই খবর মাথা ব্যথার কারণ হয় মস্কোর। তাই আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়াকে চাপে ফেলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র নিয়েই নতুন রণকৌশল শানাচ্ছেন। জানা গিয়েছে, আজ বুধবার থেকে আণবিক হাতিয়ার নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রুশ বাহিনী।

Advertisement

এনিয়ে ক্রেমলিনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “ইউক্রেন যুদ্ধ এখন সবচেয়ে কঠিন পর্যায়ে এসে পৌঁছেছে। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই এই পরমাণু অস্ত্রের মহড়া শুরু হয়েছে। মাতৃভূমিকে রক্ষা করতে যেকোনও পদক্ষেপ করতে পারি আমরা।” এর আগে ক্রেমলিন জানিয়েছিল, ‘পরমাণু নীতি’ পালটা ফেলবে রাশিয়া। যে দেশগুলোর কাছে আণবিক অস্ত্র নেই তাদেরকেও আক্রমণ করা হবে। যা আমেরিকা-সহ পশ্চিমি বিশ্বের কাছে চূড়ান্ত সতর্কতা হবে। এদিনের সামরিক মহড়া নিয়ে পুতিন বলেন, “চূড়ান্ত পর্যায়ে গিয়েই আমরা পরমাণু অস্ত্রের ব্যবহার করব। এখনই আমরা এটা করতে চাই না। কিন্তু আমরা সবদিক থেকে প্রস্তুত থাকতে চাই।”

উল্লেখ্য, চলতি মাসেই আমেরিকা দাবি করে, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এনিয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা সংযোগ উপদেষ্টা জন কিরবি বলেন, “কয়েকটি রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে, রাশিয়ার পূর্ব অঞ্চলে কমপক্ষে ১০ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার সেনা ঘাঁটিতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের অনুমান, এই সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করবে। গোটা পরিস্থিতির উপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি। এই বিষয়ে ইউক্রেনের সঙ্গেও আমাদের আলোচনা চলছে।” এর পরই জেলেনস্কির দেশকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে আলোচনা শুরু করে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, পরমাণু অস্ত্রের সামরিক মহড়া দিয়ে ইউক্রেন, আমেরিকাকে সরাসরি হুমকি দিয়ে দিল রাশিয়া। যুদ্ধের ময়দানে এক চুল জমিও ছাড়তে নারাজ মস্কো ও কিয়েভ। রণক্ষেত্রে জয় নিশ্চিত করতে চান দুই রাষ্ট্রনেতাই। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে আমেরিকা, উত্তর কোরিয়ার মতো দেশ। ফলে ইউক্রেন থেকেই কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? এর উত্তর রয়েছে সময়ের গর্ভে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement