সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণ সাগরে স্নেক আইল্যান্ড হাতছাড়া হয়েছে রাশিয়ার। জাপরজাই, খারকভ ও দোনবাস অঞ্চলে প্রবল প্রত্যাঘাত শুরু করেছে ইউক্রেনীয় ফৌজ। একের পর এক ব্যর্থ অভিযানে জোর ধাক্কা খেয়েছে ‘অপ্রতিরোধ্য’ রুশ সেনার মনোবল ও ভাবমূর্তি। এহেন সংকট কালে ইউক্রেনে পরিস্থিতি সামাল দিতে এবার কুখ্যাত সেনানায়ক জেনারেল সের্গেই সুরোভিকিনকে ময়দানে নামিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে খবর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দিন দুয়েক আগেই ইউক্রেনে (Ukraine) রুশ ফৌজের সুপ্রিম কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগ করেছেন পুতিন। তাঁর স্পষ্ট নির্দেশ, যে কোনও মূল্যে পূর্ব ইউক্রেন দখল করতে হবে। তাৎপর্যপূর্ণ ভাবে, জেনারেল সুরোভিকিনের দায়িত্ব নেওয়ার দু’দিনের মধ্যে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ-সহ একাধিক শহরে আছড়ে পড়ে রুশ সেনার ছোঁড়া প্রায় ৭৫টি মিসাইল। এই হামলায় এখনও পর্যন্ত বেশ কয়েজনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রুশ হামলা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্য, “আমাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে চাইছে রাশিয়া।”
সমর বিশ্লেষকদের মতে, অত্যন্ত ক্রূর ও নির্মম সেনানায়ক হিসেবে কুখ্যাত সের্গেই সুরোভিকিন। বর্তমানে রাশিয়ার বিমানবাহিনীর জেনারেল পদে রয়েয়েছেন তিনি। রুশ ফৌজে তিনি ‘জেনারেল আর্মাগেডন’ বা সাক্ষাৎ প্রলয় নামে পরিচিত। অনেকেই তাঁকে ‘সিরিয়ার কসাই’ বলেও ডাকেন। কারণ, ২০১৭ সালে সিরিয়ায় পুতিন বাহিনীর রাশ ছিল সুরোভিকিনের হাতে। আর তাঁর নির্দেশেই আলেপ্পো শহরকে বোম মেরে কার্যত মাটিতে মিশিয়ে দিয়েছিল রাশিয়ার বোমারু বিমানগুলি। কিয়েভে মিসাইল হামলা নিয়ে ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এক প্রাক্তন আমলা বলেন, “এমনটা হবে জানাই ছিল। মানুষের জীবনের বিন্দুমাত্র দাম নেই সুরোভিকিনের হাতে। আমার ভয় হচ্ছে এবার ইউক্রেনে রক্তের নদী বইবে।”
এদিকে, নৃশংস হলেও দক্ষ জেনারেল হিসেবে সের্গেই সুরোভিকিনের যথেষ্ট নামডাক রয়েছে। যুদ্ধের ময়দানে কীভাবে শত্রুর দুর্বল জায়গায় আঘাত করতে হয়, কীভাবে নিজের সেনার উপর নিয়ন্ত্রণ ও সৈনিকদের মনোবল ধ্যরে রাখতে হয়, সেসব ভালই জানেন তিনি। ২০২০ সাল পর্যন্ত জেনারেল সুরোভিকিনের সঙ্গে কাজ করেছেন গ্লেব ইরিসভ নামের নামের রুশ বিমানবাহিনীর এক প্রাক্তন লেফটেন্যান্ট। তাঁর কথায়, “ফৌজের বিভিন্ন শাখার মধ্যে কীভাবে সমন্বয় বজায় রেখে লড়াইয়ের ময়দানে এগিয়ে যেতে হয়, তা ভালই জানেন সুরোভিকিন। তবে ইউক্রেনে অস্ত্রের অভাবে ভুগছে রুশ সেনা। তা কতটা সমালাতে পারবেন তিনি এখনই বলা যাচ্ছে না।”
উল্লেখ্য, কিয়েভে রুশ হানায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। সম্প্রতি আগেই রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণ ঘটেছিল। তার জন্য ইউক্রেনকে দায়ী করে কিয়েভে লাগাতার আক্রমণ শুরু করল রাশিয়া। সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের নানা অঞ্চল থেকে রুশ হামলার খবর পাওয়া যায়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে এই হামলায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.