Advertisement
Advertisement

Breaking News

Zaporizhzhia Nuclear Plant

জাপরজাই পরমাণু কেন্দ্রের প্রধানকে অপহরণ করেছে রাশিয়া! গুরুতর অভিযোগ ইউক্রেনের

পরমাণু কেন্দ্রের দখল নিতে চাইছে মস্কো, দাবি ইউক্রেনের।

Russia allegedly kidnapped Zaporizhzhia nuclear plant chief, says Ukraine | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 13, 2022 1:24 pm
  • Updated:October 13, 2022 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপরজাই (Zaporizhzhia)পরমাণু শক্তি কেন্দ্রের প্রধানকে অপহরণ করেছে রাশিয়া, এমনটাই জানানো হল ইউক্রেনের (Ukraine) তরফে। ভ্যালেরি মার্টিন্যুক নামে ওই আধিকারিককে অপহরণ করে অজ্ঞাত কোনও জায়গায় আটকে রাখার অভিযোগ আনা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি রাশিয়ার বিদেশমন্ত্রক। আরও জানা গিয়েছে, জাপরজাই পরমাণু শক্তি কেন্দ্রের দখল নিতেও মরিয়া হয়ে উঠেছে মস্কো। সেখানকার মজুত জ্বালানি শেষ হয়ে গেলে রাশিয়ার (Russia) জ্বালানি ব্যবহার করা হবে বলেই মস্কোর দাবি।

ইউক্রেনের পারমাণবিক শক্তি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার অপহরণ করা হয়েছে ভ্যালেরিকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও দাবি করা হয়েছে ইউক্রেনের তরফ থেকে। তবে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তরফ থেকে এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এই সংস্থার প্রধানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে সেই বৈঠকে জাপরজাই পরমাণু কেন্দ্রের প্রধানকে নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, তা জানা যায়নি। কিছুদিন আগেই এই কেন্দ্রের আরেক আধিকারিককে আটক করা হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: নিশানায় আমেরিকা! জোড়া পরমাণু মিসাইল উৎক্ষেপণ করল কিমের কোরিয়া]

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই জাপরজাই পরমাণু কেন্দ্রের দখল নিয়েছিল রাশিয়া। কিন্তু এখনও সেই কেন্দ্র পরিচালনা করে ইউক্রেনীয় কর্মীরা। কিছুদিন আগেই গণভোটের মাধ্যমে গোটা জাপরজাই দখল করে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুতিন। সূত্র মারফত জানা গিয়েছে, এবার জাপরজাই নিউক্লিয়ার প্ল্যান্টের দখল নিতেও সচেষ্ট মস্কো। সেখানে মজুত জ্বালানি শেষ হয়ে গেলে রুশ জ্বালানি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল দখল করে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুতিন। তারপর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বেড়েছে। জাপরজাই পরমাণু কেন্দ্রের উপরেও মিসাইল হামলা করেছিল রাশিয়া। প্রায় আট ঘণ্টার জন্য ব্ল্যাক আউট হয়ে যায় পরমাণু কেন্দ্রে। অন্যদিকে, ইউক্রেনের জনবহুল এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। এই হামলাগুলির ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।

[আরও পড়ুন: রাজা হওয়ার ৮ মাস পর রাজ্যাভিষেক তৃতীয় চার্লসের, কেন এত দেরি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement