Advertisement
Advertisement
Thailand

থাইল্যান্ডের রাজার সঙ্গিনীর শতাধিক নগ্ন ছবি ফাঁস! রাজ পরিবারের অন্দরেই চক্রান্তের জল্পনা

সব মিলিয়ে হাজারেরও বেশি আপত্তিকর ছবি ভাইরাল হয়েছে।

Royal rivalry stumbles out of Thailand closet after nude photos leak from imperial household | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 23, 2020 9:03 pm
  • Updated:December 23, 2020 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ থাইল্যান্ডের (Thailand) রাজ পরিবারের অন্দরের লড়াই ও বিদ্বেষের ছবিটা স্পষ্ট হয়ে গেল সর্বসমক্ষে। ফাঁস হয়ে গেল সেদেশের রাজার সঙ্গিনীর হাজারেরও বেশি আপত্তিকর ছবি। এর মধ্যে শতাধিক ছবিতে নগ্নাবস্থায় (Nude) রয়েছেন তিনি। ছবিগুলি ভাইরাল (Viral) হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, রাজার কোনও প্রাক্তন স্ত্রী রয়েছেন এই ছবি ফাঁসের চক্রান্তের পিছনে। স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজবাড়ির অন্দরমহলে।

[আরও পড়ুন:‌ ফের অস্বস্তিতে অর্ণব! বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মোটা অঙ্কের জরিমানার মুখে ‘রিপাবলিক ভারত’]

থাইল্যান্ডের রাজা মহা ভজিরালঙ্কর্নের এর আগে তিনজন স্ত্রী ছিলেন। কিন্তু পরে তাঁদের সঙ্গে ডিভোর্স হয়ে যায় তাঁর। আগের তিনটি পক্ষ মিলিয়ে সাতটি সন্তানও রয়েছে রাজার। বর্তমানে সিনিনাত ওয়ংবাজিরাপাকডি নামের ওই তরুণীর সঙ্গেই থাকেন তিনি। বিবাহবিচ্ছিন্না স্ত্রীদের কেউ প্রতিহিংসাবশত ওই ছবি ফাঁস করেছেন বলেই জল্পনা। ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু ম্যাকগ্রেগর মার্শালের কাছে ছবিগুলি পাঠানো হয়েছিল। প্রসঙ্গত, থাই প্রশাসনের চরম বিরোধী হিসেবেই পরিচিত মার্শাল। তিনি নিজেই তাঁর ফেসবুক পোস্টে সেকথা জানিয়েছেন। তিনি জানান, মাস তিনেক আগে তাঁর ঠিকানায় একটি চিঠি আসে। তাতে একটি এসডি কার্ড ছিল। তার মধ্যেই রাখা ছিল ১,৪৪৩টি ছবি। 

Advertisement

মার্শালের দাবি, ওই ছবিগুলি সম্ভবত সিনিনাত নিজেই তুলেছিলেন তিনটি আলাদা আইফোনে। মনে করা হচ্ছে, পরে সেখান থেকেই হ্যাক করা হয়েছে সেগুলি। তবে ছবিগুলি এখনকার নয়। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে সেগুলি তো‌লা হয়েছে। থাইল্যান্ডের ৬৮ বছরের রাজা তাঁর ৩৫ বছরের বান্ধবীকে সঙ্গিনী হিসেবে স্বীকৃতি দেন গত বছরের আগস্টে। রাজা নিজের বিবাহবহির্ভূত সম্পর্ককে মান্যতা দিচ্ছেন, থাইল্যান্ডের ইতিহাসে এর আগে এমন নজির নেই। স্বাভাবিক ভাবেই এরপর দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। পেশাগত ভাবে নার্স ছিলেন সিনিনাত। রাজার দেহরক্ষীর কাজও করেছেন তিনি।

[আরও পড়ুন:‌ রাতের অন্ধকারে কিশোরীকে টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে খেল জোড়া সিংহ! গুজরাটের গ্রামে আতঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement