সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ‘অপারেশন গঙ্গা’ চলছে ভারতের তরফে। বিশেষ নজর সে দেশে পাঠরত পড়ুয়াদের দিকে। ইতিমধ্যে বধ্যভূমি ইউক্রেন থেকে পার্শ্ববর্তী দেশগুলির নিরাপদ স্থানে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তাঁরা। সেখান থেকে তাঁদের উদ্ধার করতে রোমানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়ার মতো সীমান্তবর্তী দেশগুলিতে নিজেরাই চলে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তবে সেখানে গিয়েও ভিনদেশি প্রশাসনিক কর্তার কটাক্ষের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। রোমানিয়ার মেয়র তাঁকে সটান বলে দিলেন, ”এদের খাবার, আশ্রয় আমি দিয়েছি, আপনারা নন।” তাঁদের এই কথোপকথনের ভিডিও ভাইরাল নেটদুনিয়া।
Jumlas can work in India, but not on foreign soil. See how Romanian Mayor schooled the Civil Aviation Minister Jyotiraditya ScIndia at a relief camp.
– Explain to them when they will leave home. I provided them shelter & food, not you!
.. students clap! pic.twitter.com/Shu4wUFtpA
— Salman Nizami (@SalmanNizami_) March 3, 2022
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরদীপ সিং পুরী, ভিকে সিং, কিরেণ রিজিজু – এই চার কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেন সংলগ্ন চার দেশে পাঠিয়েছে কেন্দ্র। যাতে ভারতীয়দের উদ্ধারকাজ ভালভাবে হয়, তা সরাসরি নজরে রাখার জন্যই এই পদক্ষেপ মোদি সরকারের। বৃহস্পতিবার অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২ দিনের মধ্যে ৭৪০০ জন পড়ুয়াকে বিশেষ বিমানে দেশে ফেরানোর হবে। রোমানিয়ার (Romania) দায়িত্বে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ইউক্রেন থেকে বেরিয়ে রোমানিয়া হয়ে ফেরা পড়ুয়াদের জরুরি অবস্থায় আশ্রয় দিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁদের উদ্ধারে গেলে রোমানিয়ার মেয়র সটান তাঁকে বলেন, ”এদের খাবার, আশ্রয় আমি দিয়েছি, আপনারা নন। ওদের ব্যাখ্যা করে বলুন কেন এভাবে ঘর ছাড়তে হল।” তাঁর এই কথা শুনে আশ্রয় শিবিরে থাকা পড়ুয়ারা সমবেতভাবে হাততালি দিয়ে ওই মেয়রকে সমর্থন করেন। তাতে আরও অস্বস্তিতে পড়েন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
‘অপারেশন গঙ্গা’ নিয়ে যতই সাফল্য দাবি করুক কেন্দ্র, তা নিয়ে ক্ষোভ রয়েছে ইউক্রেনের ভারতীয় পড়ুয়াদের। অনেকেই উদ্ধারকাজের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। যুদ্ধের এতদিন পরও কেন সকলকে ফেরানো হল না, তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। যদিও বিদেশমন্ত্রকের তরফে শুক্রবার গতি আরও বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ১০ হাজার জনের দেশে ফিরেছেন ইউক্রেন ও আশপাশের দেশগুলি থেকে। আগামী চব্বিশ ঘণ্টায় ভারত থেকে রওনা দেবে ১৬টি বিশেষ উদ্ধারকারী বিমান। শুক্রবার এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.