Advertisement
Advertisement

কনসার্টে প্রিয় গায়ককে আলিঙ্গন করে গ্রেপ্তার সৌদি মহিলা

কী হল তারপর?

RIYADH: Saudi woman arrested for hugging male singer during concert
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2018 6:17 pm
  • Updated:July 15, 2018 6:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দের আতিশয্যে প্রিয় গায়ককে আলিঙ্গনাবদ্ধ করেছেন অনুরাগী। এদেশে এ অবশ্য কোনও নতুন ঘটনা নয়। যদি এমন হয়, কনসার্টে প্রিয় গায়ককে দেখে আবেগ সামলাতে পারলেন না যুবতী। তাঁকে জড়িয়ে ধরতেই পুলিশ এসে যুবতীকে গ্রেপ্তার করল। একটু কেমন কেমন লাগছে না? জড়িয়ে ধরেছে বলেই জেল? অবাক হলেও এমনটাই ঘটেছে মধ্যপ্রাচ্যের তৈল শহর রিয়াধে। কনসার্ট চলাকালীন গায়ককে আলিঙ্গন করেছিলেন আবেগতাড়িত মহিলা দর্শক। এই অপরাধে হিজাব পরিহিতা যুবতীকে গ্রেপ্তার করল মক্কা পুলিশের মহিলা শাখা আল-তাইফ ফাউন্ডেশন।  শুক্রবার ঘটনাটি ঘটেছে রিয়াধের পশ্চিমে তাইফ শহরের এক অডিটোরিয়ামে।

[অপরিষ্কার জেলের বাথরুম, অভিযোগ জানিয়ে টুইটারে সরব নওয়াজ পুত্র]

ইরানি গায়ক মাজিদ-আল-মোহানদিস সংযুক্ত আরব আমিরশাহীতে বেশ জনপ্রিয়। শুক্রবার তাইফ শহরে তাঁর একক কনসার্ট চলছিল। কনসার্টের মাঝাখানেই ঘটে ঘটনাটি। আচমকাই দর্শকাসন থেকে উঠে এসে গায়ককে আলিঙ্গন করেন এক মহিলা। প্রায় সঙ্গেসঙ্গেই উপস্থিত পুলিশকর্মীরা ওই মহিলাকে সরিয়ে নিয়ে যান। একপ্রকার জোর করেই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এহেন বিপত্তির পরেও গান থামাননি মাজিদ-আল মোহানদিস। এই ঘটনা এড়ালে বাকি সময় নির্বিঘ্নেই চলে কনসার্ট। এদিকে মহিলা দর্শককে আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক হেনস্তার অভিযোগ আনা হয়েছে। খুব শিগগির মক্কার আদালতে বিচার হবে ওই তরুণীর। এদিকে যাকে ঘিরে এই বিপত্তি, সেই মাজিদ-আল-মোহানদিস কিন্তু এবিষয়ে মুখ খোলেননি।

Advertisement

সৌদি আরবের আইন অনুযায়ী, সেদেশের মহিলারা পরিবারের ঘনিষ্ঠতম পুরুষ ব্যতীত কারও কাছাকাছি আসতে পারবেন না। তাও তা বাড়ির মধ্যেই। বাড়ির বাইরে কোনও পুরুষের সংসর্গে আসা কঠোরভাবে নিষিদ্ধ। তবে এসব কড়া বিধিনিষেধেও এসেছে মাত্রা। মূলত ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সলমন ক্ষমতায় আসার পর থেকেই ধীরে হলেও আধুনিক হচ্ছে সৌদি আরব। আগে সৌদি মহিলারা জনসমক্ষে অনুষ্ঠিত কোনও কনাসার্ট বা খেলা দেখতে পেতেন না। তবে ক্রাউন প্রিন্সের ‘ভিশন-২০৩০’ সেই বাধা উন্মুক্ত করে দিয়েছে। বিনোদন ও সাংস্কৃতিক দিকে জোর দিতেই নানারকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। যাতে ২০৩০-র মধ্যে দেশের বিনোদন ক্ষেত্রে ও সাংস্কৃতিক জগতে আগ্রহীর সংখ্যা ২.৯ শতাংশ থেকে বেড়ে অন্তত ছয় শতাংশ হয়। গত বছরই পুরুষদের সঙ্গে একাসনে বসে কনসার্ট ও ফুটবল ম্যাচ দেখার অনুমতি পেয়েছেন সৌদি মহিলারা। ইতিমধ্যেই সেকাজে উৎসাহ দিতে প্রশাসনের তরফেই মহিলা শিল্পীর কনসার্টের আয়োজন হয়েছে। গত ডিসেম্বরে সেই কনসার্টেই গান গেয়েছেন লেবানিজ স্টার হিবা তাওয়াজি। এখানেই শেষ নয়, গত মাসেই গাড়ির স্টিয়ারিং ধরার অধিকার পেয়েছেন সৌদি মহিলারা।

[নির্বাচনে জিততে ভারতীয় মসজিদ-দরগাতে ‘দোয়া’ চাইছেন পাক প্রার্থীরা]

তবে বিধিনিষেধের বেড়াজাল শিথিল হলেও তা একেবারে উন্মুক্ত হয়ে যায়নি। তাই এখনও পর্দার অন্তরালেই রয়ে গিয়েছেন সৌদি ললনারা। বোরখার সঙ্গেসঙ্গে মাথায় হিজাব ছাড়া সৌদি মহিলাদের দেখা পাওয়া এখনও হাতে চাঁদ পাওয়ার মতোই ব্যাপার। এমনকী, গায়ক মাজিদ-আল-মোহানদিসকে আলিঙ্গনরত মহিলাও ছিলেন পর্দানসীন। শুধু চোখ দুটিই উন্মুক্ত ছিল। বলাবাহুল্য, দিনকয়েক আগেই পোশাক বিতর্কে নাম জড়িয়েছিল সৌদি টিভি অ্যাঙ্কারের। সেই বিতর্ক প্রশমিত হওয়ার আগেই ফের বিতর্কে সৌদি মহিলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement