Advertisement
Advertisement

হিন্দুত্ববাদের বাড়বাড়ন্তে ‘ধর্মনিরপেক্ষ’ তকমা হারাচ্ছে ভারত

মার্কিন কংগ্রেসের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য৷

Rising ‘Hindu nationalism’ eroding India’s secular fabric: US
Published by: Tanujit Das
  • Posted:September 15, 2018 3:30 pm
  • Updated:September 15, 2018 3:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুততার সঙ্গে ভারতে বৃদ্ধি পাচ্ছে হিন্দুত্ববাদের জিগির৷ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে হিন্দুত্ববাদকে৷ গত দশবছরে দেশে প্রবল ভাবে মাথাচাড়া দিয়েছে এই মতবাদ৷ ফলে ধ্বংস হচ্ছে ভারতের ‘ধর্মনিরপেক্ষ’ অবস্থান৷ সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়েছে মার্কিন কংগ্রেসে৷ রিপোর্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই এই হিন্দুত্বের বীজবপন করার কাজ করছে একটা অংশ৷ ফলে সোশ্যাল মিডিয়ার এই কুপ্রভাব থেকে সাবধান থাকতে বলে হয়েছে নাগরিকদের৷ দেশের বাড়তে থাকা উগ্র হিন্দুত্ববাদ নিয়ে বারবারই সরব হতে দেখা গিয়েছে দেশের বুদ্ধিজীবী মহলকে৷ মার্কিন কংগ্রেসের এই রিপোর্ট তাঁদের সেই দাবিতেই মান্যতা দিল বলে মনে করা হচ্ছে৷

[সম্পর্ক মজবুত করতে প্রথম লিয়াজোঁ কার্যালয় খুলল দুই কোরিয়া]

Advertisement

‘India: Religious Freedom issues’ রিপোর্টটি প্রকাশ করেছে কংগ্রেশানাল রিসার্চ সার্ভিস নামে মার্কিন কংগ্রেসেরই একটি শাখা৷ সূত্রের খবর, সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে এই বাড়তে থাকা হিন্দুত্ববাদ দেশের কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, গো-রক্ষার নামে ভারতে চলতে থাকা উগ্রবাদীদের তাণ্ডবের ঘটনা৷ উল্লেখ করা হয়েছে, গণপিটুনিতে মৃত্যুর ঘটনা, বাক স্বাধীনতার অধিকার হরণের প্রসঙ্গ৷ স্পষ্ট ভাষায় বলা হয় সোশ্যাল মিডিয়া, ফেসবুক ও হোয়াটস অ্যাপকে ব্যবহার করেই এই হিন্দুত্বের বীজ বপন করার কাজ চলছে৷ জানা গিয়েছে, গত মাসের ৩০ তারিখ তৈরি হয় এই রিপোর্ট৷ আর চলতি মাসের ৬ তারিখ ২+২ বৈঠকে বসে ভারত-আমেরিকা৷ সূত্রের খবর, বৈঠকে এই রিপোর্ট প্রসঙ্গ তুলুক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও, এমনটা চেয়েছিলেন মার্কিন কংগ্রেসের অনেক সদস্য৷ এই প্রসঙ্গ তুলতে অনুরোধও করা হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রীকে৷ তবে বৈঠকে এমন কোনও প্রসঙ্গ তোলেননি তিনি৷ যদিও এই রিপোর্টকে মার্কিন কংগ্রেসের নিজস্ব রিপোর্ট বলে মানতে নারাজ একাংশ৷ তাঁদের বক্তব্য, মতামতের উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি হয়েছে৷

[হাফিজ ইস্যুতে চুপ, পেশোয়ার হামলার ১৩ জঙ্গিকে ফাঁসির সাজা পাকিস্তানের]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৪-য় নয়াদিল্লির ক্ষমতায় আসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট৷ এরপর থেকেই দেশে উগ্র হিন্দুত্ববাদের বাড়বাড়ন্তের অভিযোগ উঠেছে৷ চার বছরের মধ্যে দেশে ঘটে গিয়েছে একাধিক গণপিটুনি ও গো-রক্ষকদের তাণ্ডবে মৃত্যুর ঘটনা৷ কালবুর্গি থেকে শুরু করে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের মতো বিভিন্ন ঘটনায় উত্তপ্ত হয়েছে দেশ৷ উনিশের লোকসভা নির্বাচনের আগে যা যথেষ্ট চাপে রেখেছে কেন্দ্রের মোদি সরকারকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement