Advertisement
Advertisement

Breaking News

Akshata Murthy

স্রেফ চলতি বছরের লাভ ১২৬ কোটির বেশি! ঋষি সুনাকের স্ত্রীর সম্পত্তি কত?

জামাই ব্রিটেনের প্রধানমন্ত্রী, কী বলছেন ইনফোসিসের নারায়ণমূর্তি?

Rishi Sunak's wife Akshata Murthy earned Rs 126.6 cr dividend income from Infosys in 2022 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 25, 2022 3:54 pm
  • Updated:October 25, 2022 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ইনফোসিসের অন্যতম কর্তা এনআর নারায়ণমূর্তির (NR Narayana Murthy) মেয়ে। ইনফোসিসের অন্যতম শেয়ারহোল্ডার। তাঁর আরেকটি পরিচয় হল, তিনি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী। কথা হচ্ছে অক্ষতা মূর্তির। ব্রিটেনের অন্যতম বিজনেস টাইকুন তিনি। ঋষি প্রধানমন্ত্রী নির্বাচিত হতেই আতস কাঁচের নিচে অক্ষতা। কী তাঁর পেশা, কত তাঁর সম্পত্তি, এসব নিয়ে আগ্রহের ইয়ত্তা নেই।

Rishi Sunak's wife Akshata Murthy earned Rs 126.6 cr dividend income from Infosys in 2022

Advertisement

হিসাব বলছে, অক্ষতা মূর্তির (Akshata Murthy) নিজের সম্পত্তির পরিমাণও তাঁর বাবা নারায়ণমূর্তির থেকে খুব কম নয়। তাঁর যা যা সম্পত্তি আছে, যোগ করলে মোট মূল্য দাঁড়ায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার। শুধু চলতি বছর ইনফোসিসের শেয়ার থেকে ডিভিডেন্ট বাবদ প্রায় ১২৬ কোটি টাকার বেশি লাভবান হয়েছেন তিনি। অক্ষতার কাছে সব মিলিয়ে ইনফোসিসের (Infosys) মাত্র ০.৯৩ শতাংশ শেয়ার আছে। যার অর্থমূল্য প্রায় ৫ হাজার ৯৫৬ কোটি টাকা। ইনফোসিস ছাড়াও একাধিক সংস্থায় বিনিয়োগ রয়েছে অক্ষতার।

[আরও পড়ুন: এবার রুপোলি পর্দার দুনিয়াতেও মাহি ম্যাজিক! দক্ষিণী ছবি দিয়ে হবে হাতেখড়ি]

উল্লেখ্য, সুনাকের পূর্বপুরুষরা পাঞ্জাব থেকে পূর্ব আফ্রিকায় চলে গিয়েছিলেন। পরে সেখান থেকে ব্রিটেনে গিয়ে বসবাস করতে শুরু করেন। বর্তমানে ইয়র্কশায়ারের রিচমন্ড এলাকা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন সুনাক। ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তির মেয়ে অক্ষতা মূর্তির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর।তাৎপর্যপূর্ণভাবে ঋষি ব্রিটেনের নাগরিক হলেও তাঁর স্ত্রী অক্ষতা আবার ভারতের নাগরিক। ব্রিটেনের ‘নন ডেমিসাইলড’ নাগরিক হওয়ায় বিদেশে অর্থ রোজগারের জন্য ব্রিটেনের সরকারকে কোনও কর দিতে হয় না অক্ষতাকে। সেটা নিয়ে আবার দীর্ঘ বিতর্কও হয়েছে। তবে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে অক্ষতা এবার ব্রিটেনের ফার্স্ট লেডি হওয়ার পথে।

[আরও পড়ুন: উপাচার্য বিতর্ক: কোর্টে ধাক্কা রাজ্যপালের, আচার্য অপসারণে বিল আনছে কেরলের বাম সরকার]

জামাই ব্রিটেনের মসনদে বসায় স্বভাবতই খুশি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। একটি বিবৃতি দিয়ে তিনি বলেছেন, “ঋষিকে অনেক অভিনন্দন। ওর জন্য আমরা সকলেই গর্বিত। আগামী দিনে ঋষি অনেক সাফল্য পাবে এই কামনা করি। আমরা সকলেই নিশ্চিত, ব্রিটেনের সাধারণ মানুষের জন্য যেটা সবচেয়ে ভাল, ঋষি সেটাই করবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement