Advertisement
Advertisement

Breaking News

বাইডেনের সুনাককে চিনতে না পারার খবর ভুল, হাসিমুখেই করমর্দন করেন দুই নেতা

আয়ারল্যান্ড সফরে দেখা হয় দুই রাষ্ট্রনেতার।

Rishi Sunak shook hands with Joe Biden | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 3, 2023 6:27 pm
  • Updated:May 3, 2023 10:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৩ এপ্রিল ‘ঋষি সুনাককে চিনতেই পারলেন না জো বাইডেন, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক’ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল প্রায় অধিকাংশ ডিজিটাল সংবাদমাধ্যমে। এই প্রতিবেদন প্রকাশ করেছিল সংবাদ প্রতিদিন ডট ইন-ও (Sangbad Pratidin.In)। যদিও পরে জানা যায়, ঘটনার আংশিক ভিডিওর ভিত্তিতে এই খবর প্রকাশিত হয়েছে। একই ভুল হয়েছে আমাদের তরফেও। ভুল খবর পরিবেশনের জন্য আমরা দুঃখিত। সঠিক তথ্য হল, দুই রাষ্ট্রনেতা একে অপরের সঙ্গে করমর্দন করেন। পরে একটি বৈঠকেও যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

[আরও পড়ুন: সুনাকের সঙ্গে করমর্দন বাইডেনের! ভাইরাল মার্কিন প্রেসিডেন্টের ভিডিও]

অধিকাংশ সংবাদমাধ্যম একই ভুল করায় সংবাদ প্রতিদিন ডট ইন-ও সেই ভুল করে। অসাবধানতাবশত এই ত্রুটির জন্য সংবাদ প্রতিদিন ডট ইন পাঠক এবং সকল পক্ষের কাছে ক্ষমপ্রার্থী। কারও ভাবাবেগে আঘাত লাগুক, তা কোনওভাবেই চায় না সংবাদ প্রতিদিন ডট ইন কর্তৃপক্ষ। ইতিমধ্যে মূল সংবাদের শিরোনাম ও ছবি বদলে দেওয়া হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement