সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে তাঁকে দেখা গিয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিতে। রীতিমতো হরে কৃষ্ণ লেখা উত্তরীয় পরে হাতজোড় করে প্রণাম করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার গোপূজা করলেন ব্রিটেনের (UK) প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ ঋষি সুনক (Rishi Sunak)। সেই ছবি ও ভিডিও দেখে উচ্ছ্বসিত সেদেশে থাকা ভারতীয়রা।
দেখা গিয়েছে, লন্ডনে সস্ত্রীক গোমাতার পুজো করছেন ঋষি। তাঁকে আরতি করতেও দেখা গিয়েছে। যা দেখে জনৈক নেটিজেন উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, লন্ডনে বসে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি যেভাবে পুজো করছেন গোমাতাকে, তা হিন্দু ঐতিহ্যের শক্তির কথা মনে করিয়ে দেয়। প্রসঙ্গত, সুনককে গত বছর দিওয়ালির সময় নিজের অফিসে প্রদীপ জ্বালিয়ে উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছিল।
প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাসের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ে সামিল ঋষি। কিন্তু দেশের অর্থনীতি নিয়ে তাঁর পরিকল্পনা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই মত বিশেষজ্ঞদের। সেই কারণেই দলীয় কর্মীদের ভোট পাচ্ছেন ঋষির প্রতিদ্বন্দ্বী ট্রাস। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, প্রায় ৬৬ শতাংশ ভোট পেতে চলেছেন ট্রাস। মাত্র ৩৪ শতাংশ ভোট পড়বে ঋষির পক্ষে।
গোটা ব্রিটেন জুড়ে প্রায় পাঁচ লক্ষ দলীয় কর্মীর ভোটের পরেই চূড়ান্ত হয়ে যাবে, ১০ ডাউনিং স্ট্রিটের (British Prime Minister) পরবর্তী বাসিন্দা কে হতে চলেছেন। সেই সঙ্গে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব কার হাতে যাবে, সেই বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। আপাতত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আগামী ৫ সেপ্টেম্বর নির্বচনের ফল ঘোষণা করা হবে। যদিও বিশেষজ্ঞরা সকলেই একমত, প্রধানমন্ত্রীর কুরসিতে বসা হবে না ঋষির। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে প্রাক্তন অর্থমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে? সেই প্রশ্নের সাফ উত্তর দিয়েছেন ঋষি। তিনি জানিয়েছেন, বেশ কয়েকবছর ধরে সরকারে থেকে বুঝেছেন, ইচ্ছা না থাকলেও অন্যদের কথায় সম্মতি দিতে হয়। তাঁর এই কথার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি কনজারভেটিভ পার্টির সঙ্গে সম্পর্ক শেষ করে দিচ্ছেন ঋষি? আপাতত এই আলোচনাতেই সরগরম ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.