সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবসে শামিল আমেরিকাও। এবার ১৫ আগস্টে মার্কিন মুলুকে জাতীয় উৎসব উদযাপনের প্রস্তাব দেওয়া হল মার্কিন কংগ্রেসে। ভারতীয় বংশোদ্ভূত আইন প্রণেতা শ্রী থানেদার এই প্রস্তাব দিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত আইন প্রণেতা শ্রী থানেদার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে (House of Representatives) আরজি জানিয়েছেন, ভারতের স্বাধীনতা দিবসকে যেন আমেরিকার জাতীয় উৎসব উদযাপনের দিন হিসেবে ঘোষণা করা হয়। তাঁর প্রস্তাবের পক্ষে তিনি ভারতের সঙ্গে আমেরিকার মজবুত সম্পর্কের ব্যাখ্যা দেন। দু’দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, স্থিতিশীলতা ও সমৃদ্ধির কথাও তুলে ধরেন। ১৫ আগস্ট জাতীয় উৎসব উদযাপনের দিন ঘোষণা করার পক্ষে থানেদারকে সমর্থন জানিয়েছেন মার্কিন কংগ্রেসের (American Congress) অন্য দুই সদস্য বাডি কার্টার ও ব্র্যড শারমন।
উল্লেখ্য, আমেরিকা বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক দেশ। আবার ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। অন্যদিকে, ওয়াশিংটনের সঙ্গে নয়া দিল্লির যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা অজানা নয় অন্যান্য দেশগুলির কাছে। গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরে বাইডেন তাঁকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন তার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। ভারতকে সম্মান জানিয়ে তেরঙ্গার রঙে সেজে উঠেছিল নিউ ইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিং।
বিশ্বের বৃহত্তম দুই গণতান্ত্রিক দেশের এই মিত্রতার কথা মাথায় রেখে ১৫ আগস্ট আমেরিকায় জাতীয় দিবস উদযাপনের স্বীকৃতি চান মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য। তাঁদের এই প্রস্তাব যদি গৃহীত হয় তাহলে ভারতের এই বিশেষ দিনে আনন্দে মেতে উঠবে আমেরিকাবাসীও। মার্কিন মুলুকে যদি ১৫ আগস্ট জাতীয় উৎসব উদযাপনের দিন হিসাবে ঘোষিত হয় তাহলে নিঃসন্দেহে ভারতের মুকুটে নতুন পালক যুক্ত হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.