সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে দেখলে মনে হবে একটা বড় পাথরের চাঁই৷ কিন্তু কাছে গেলেই বোঝা যাবে, আদতে জিনিসটি তা নয়৷ তার চেয়ে অনেক বেশি কিছু৷ গোলাকার এই বস্তুটি আসলে একটি উল্কাপিণ্ড, যা প্রায় ৪ হাজার বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল৷
সম্প্রতি আর্জেন্টিনার এক কৃষিজমি থেকে এই বিশালাকার উল্কাপিণ্ডটি আবিষ্কার করেছেন চাকো অ্যাসোসিয়েশন অফ অ্যাস্ট্রোনমির গবেষকরা৷ ৩০ টন ওজনের মহাকাশের অচেনা বস্তুটি মাটির নিচে থেকে তুলতে বেশ কসরত করতে হয়েছে তাঁদের৷ তবে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা গবেষকদের৷
তাঁদের মতে এটিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উল্কাপিণ্ড৷ নাম দেওয়া হয়েছে ‘গানসিডো মিটিওরাইট’৷ প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি পাওয়া গিয়েছিল আফ্রিকার নামিবিয়ায়৷ যার ওজন ছিল ৬০ টন৷ আর নাম দেওয়া হয়েছিল ‘হোবা’৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.