Advertisement
Advertisement
Russia-Ukraine War

Russia-Ukraine War: ভেঙে পড়ল শেষ প্রতিরোধ! ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকল রুশ বাহিনী

কৃষ্ণসাগরে রোমানিয়ার জাহাজে হামলা চালাল মস্কো।

Reports claims Russian army enters Kyiv in Ukraine
Published by: Paramita Paul
  • Posted:February 25, 2022 6:41 pm
  • Updated:February 25, 2022 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টা। তার মধ্যে সমস্ত প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে কিয়েভে (Kyiv) ঢুকে পড়ল রুশ বাহিনী। রাস্তায়-রাস্তায় চলছে তুমুল সংঘর্ষ (Russia-Ukraine War)। সব মিলিয়ে রাশিয়ার (Russia) আগ্রাসনের আঁচ ছড়িয়ে পড়েছে ইউক্রেনের সর্বত্র। সূত্রের খবর, ইতিমধ্যে কৃষ্ণসাগরে রোমানিয়ার একটি জাহাজে হামলা চালিয়েছে মস্কো।

গত কয়েক ঘণ্টা ধরে ইউক্রেনের রাজধানী থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ছিল রাশিয়া। সেখান থেকেই কিয়েভে চলছিল লাগাতার বিমান, ক্ষেপণাস্ত্রের হামলা। পালটা প্রতিরোধ গড়ে তুলেছিল ইউক্রেনও। খবর মিলছিল, উত্তর ও উত্তর-পূর্ব প্রান্ত থেকে কিয়েভে ঢুকছে রুশ বাহিনী। এর পরই পুতিন বাহিনীকে ঠেকাতে তেতেরিভ নদীর সেতুও উড়িয়ে দেয় ইউক্রেন। উড়িয়ে দেওয়া হয় রাশিয়ার দু’টি ট্যাঙ্কও। গুলি করে নামানো হয় রুশ ক্ষেপণাস্ত্রও। তবু শেষরক্ষা হল না। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কিয়েভে রাশিয়ার সেনার একটি দল ঢুকে পড়েছে। একটি দোতলা বাড়িতে লুকিয়ে গুলিবর্ষণ করছে তারা।

Advertisement

 

[আরও পড়ুন: যুদ্ধ থামিয়ে আলোচনায় রাজি রাশিয়া-ইউক্রেন দু’পক্ষই! কিন্তু কোন শর্তে]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের রাস্তায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পরে থাকতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে মৃত ব্যক্তি আসলে ইউক্রেনের সেনা। রাস্তার এদিকে সেদিকে একাধিক জখম ব্যক্তিকে পরে থাকতেও দেখা গিয়েছে। তাদের সাহায্যার্থে চিকিৎসকদের ছুটোছুটি করতে দেখা যাচ্ছে। সরকারি কোয়ার্টারের সামনে গুলির আওয়াজ শোনা গিয়েছে। তবে কিয়েভ দখল প্রসঙ্গে ইউক্রেনের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। জানা গিয়েছে, সমুদ্রপথে যাতে বাহিনী ঢুকতে না পারে তাই ল্যান্ডমাইন বসানো হয়েছে উপকূল বরাবর।

এদিকে হাত গুটিয়ে বসে নেই ইউক্রেনও। সূত্রের খবর, রাশিয়া সীমান্তে ঢুকে পড়েছে কিয়েভ বাহিনী। এমন পরিস্থিতিতে ২০২২ সালের রাশিয়া গ্রাঁ প্রি বাতিল করল মস্কো সরকার।

[আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে কী মত ভারতের কমিউনিস্টদের? বিবৃতি দিল সিপিএম]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement